কলকাতা: অবশেষে কাটল শপথ জট। আজই দুপুর ২টোয় বিধানসভায় শপথ (TMC MLA Oath Controversy) গ্রহণ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) ও রেয়াত হোসেন সরকারের (Reyat Hossain Sarkar)। রাজ্যপালের (C. V. Ananda Bose) নির্দেশের ভিত্তিতে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ই (Asish Banerjee Deputy Speaker) ওই দুজনকে শপথবাক্য পাঠ করাবেন। শুক্রবার বিধানসভায় স্পিকারের ঘরে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসে। সেই বৈঠকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) জানান যেহেতু রাজ্যপালের চিঠিতে জেপুটি স্পিকারের নাম উল্লেখ করা আছে, সেহেতু তিনি শপথবাক্য পাঠ করাবেন। ঠিক হয়, বেলা ২ টোয় বিধানসভাতে ওই অনুষ্ঠান হবে।
আরও পড়ুন: জরুরি ভিত্তিতে বৈঠক ডাকলেন রাজ্যের তিন পুলিশকর্তা
বরাহনগর থেকে জয়ী সায়ন্তিকা এবং ভগবানগোলা কেন্দ্রে জয়ী রেয়াতের শপথগ্রহণ নিয়ে গত প্রায় একমাস ধরেই চলছিল রাজভবন এবং বিধানসভার মধ্যে টানাপড়ন। রাজভবনে না গিয়ে বিধানসভায় শপথ গ্রহণের দাবিতে দুই বিধায়ক ধরনায় বসেছিলেন। অবশেষে বৃহস্পতিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস ওই দায়িত্ব দেন রাজ্যের ডেপুটি স্পিকার আশিসকে। রাজ্যপালের দেওয়া দায়িত্ব মেনে নিয়ে সায়ন্তিকাদের শপথ পাঠ করাতে রাজি হয়েছেন ডেপুটি স্পিকার।
অন্য খবর দেখুন