Placeholder canvas

Placeholder canvas
HomeScrollউদয়নের টার্গেট নিশীথ, পাল্টা সুকান্তর চ্যালেঞ্জ

উদয়নের টার্গেট নিশীথ, পাল্টা সুকান্তর চ্যালেঞ্জ

আচমকাই দিনহাটা থানার আইসিকে টার্গেট করলেন মন্ত্রী উদয়ন

Follow Us :

কোচবিহার: দিনহাটা থানার (Dinhata PS) আইসি ভেটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) বাড়িতে অভিযান চালায় না। এমনকী গোটা মহকুমায় অভিযান চালানো হলেও ভেটাগুরি সেটা থেকে বঞ্চিত থাকে। নিশীথের গ্রেফতারের দাবিতে দিনহাটা থানার সামনে বিক্ষোভ কর্মসূচিতে নেমে দিনহাটা থানার আইসি সুরজ থাপাকে এভাবেই আক্রমণ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহ। শুক্রবার মন্ত্রী জানান, নিশীথের বাড়িতে অভিযান চালানো হলে যদি বেআইনি অস্ত্র, টাকা ও সমাজ বিরোধীদের উদ্ধার না হয় তাহলে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেবেন। পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিনহাটা এলে দলীয় মহিলাদের মন্ত্রী উদয়ন নির্দেশ দেন বিক্ষোভ প্রদর্শন করতে।

এদিকে পশ্চিমবঙ্গের পুলিশ এবং মন্ত্রী উদয়ন গ্রহের যদি দম থাকে তাহলে যেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে গ্রেফতার করে দেখায়। কোচবিহারের দলীয় কর্মসূচিতে এসে নিশীথ প্রামাণিকের গ্রেফতার প্রসঙ্গে রাজ্য পুলিশ ও মন্ত্রী উদয়ন গুহকে এভাবেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দিয়ে বেরোনোর সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর রক্ষাকবচ খারিজ প্রসঙ্গে সুকান্ত জানায় রাজ্য পুলিশ এবং উদয়ন গুহের যদি ক্ষমতা থাকে তাহলে যেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে গ্রেফতার করে দেখায়। পাশাপাশি তিনি আরও সংযোজন করেন, উদয়ন গুহের বিরুদ্ধে একাধিক খুনের মামলা রয়েছে পুলিশের যদি দম থাকে তাহলে যেন তাঁকেও গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: নদীয়ায় বাস ধর্মঘট, সমস্যায় যাত্রীরা

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular