কলকাতা: সন্দেশখালিতে (Sandeshkhali Incident) ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। সন্দেশখালির ঘটনা বিচারপতিকে জানান আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। সব শুনে শুক্রবার এজলাসে বসেই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, এই ঘটনা আমার জানা ছিল না। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে ইডি আধিকারিকরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করতেই পারেন।বিচারপতি প্রশ্ন তোলেন, রাজ্যপাল কেন ঘোষণা করছেন না যে এই রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে।বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, পুলিশ কী করছিল, পুলিশ কি ঘটনাস্থলে যায়নি?
আরও পড়ুন: ইডির অভিযানের কথা আগে থেকে জানা ছিল না বলে দাবি নবান্নের
একটি মামলার সূত্রে সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজির হন। বিচারপতি তাঁকে বলেন, শুনলাম তোমাদের নাকি মেরেছে। বিল্বদল বলেন, আমাদের নয়, ইডি অফিসারদের মারা হয়েছে। পরে বিচারপতি বলেন, শুনলাম দুজন ইডি অফিসার অফিসার আহত হয়েছেন। তোমরা কী করছ ? তোমাদের সঙ্গে গুলি-বন্দুক থাকে না ? চালাতে পার না ? দুজন অফিসারকে মেরেছে, ২০০ জনকে পাঠাও।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বিচারপতি গঙ্গোপাধ্যায় যে মন্তব্য করেছেন, তা আপত্তিকর ও এক্তিয়ারবহির্ভূত। বিচারপতির চেয়ারকে উনি অপমান করছেন। ওঁর উচিত রাজনীতিতে আসা।
আরও অন্য খবর দেখুন