skip to content
Friday, October 4, 2024

skip to content
HomeScrollবিশ্বকর্মা পুজোর দিন কমছে মেট্রো
Vishwakarma Puja Metro

বিশ্বকর্মা পুজোর দিন কমছে মেট্রো

সারাদিনে ২৬২টি মেট্রো চলবে

Follow Us :

কলকাতা: বিশ্বকর্মা পুজোর দিন কমছে মেট্রোর (Vishwakarma Puja Metro) সংখ্যা। বিশ্বকর্মা পুজোর দিন ২৬টি পরিষেবা কম পাবেন যাত্রীরা। মেট্রো (Metro Service ) তরফে জানানো হয়েছে. অন্যান্য দিন ২৮৮টি মেট্রো চলে। আগামিকাল মঙ্গলবার বিশ্বকর্মা পুজোর দিন ২৮৮টির পরিবর্তে সারাদিনে ২৬২টি মেট্রো চলবে। দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6টা 50 মিনিটে । সময় অপরিবর্তিত থাকছে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7টায় । সময় অপরিবর্তিত থাকছে। মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ৫৫ মিনিটে৷ সময় অপরিবর্তিত থাকছে। দুই প্রান্তিক স্টেশন থেকে ছাড়বে রাত ৯টা ৪০ মিনিট এবং রাত ৯টা ২৮ মিনিটে। একইভাবে দুই প্রান্ত থেকে স্পেশাল নাইট সার্ভিস রাত ১০টা ৪০ মিনিটে ছাড়বে।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular