কলকাতা: লোকসভা ভোটের (Lok Sabha Election)মুখে রাজ্য সরকারি কর্মীচারীদের বাড়ল ৪ শতাংশ ডিএ (DA)। বৃহস্পতিবার বিধানসভার বাজেট (WB Budget 2024) অধিবেশনে সে কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। ফলে চলতি বছর রাজ্যে মোট ৮ শতাংশ ডিএ বৃদ্ধি পেল। আগামী অর্থবর্ষ অর্থাৎ মে মাস থেকেই নয়া হারে মহার্ঘভাতা পাবেন রাজ্য সরকারি কর্মীরা। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ৪৬ শতাংশ হারে ডিএ পান। বৃহস্পতিবারের ঘোষণার পর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হল ১৪ শতাংশ। নতুন হারে ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় হারে ডিএ-র সঙ্গে ফারাকও কমে দাঁড়াল ৩২ শতাংশ।
আরও পড়ুন: ভোটের মুখে বাড়ল লক্ষ্মী ভাণ্ডারের ভাতা, ৫০০ থেকে হাজার হল
বড়দিনের আগে পার্ক স্ট্রিটের একটি অনুষ্ঠান থেকে গত বছরের ডিসেম্বর মাসে ৪ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন মমতা। এদিন বাজেটে ৪ শতাংশ ডিএ ঘোষণা করা হল। সব মিলিয়ে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে হল ১৪ শতাংশ। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে বহুদিন ধরে আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মীরা। এনিয়ে সুপ্রিম কোর্টেও (Supreme Court) মামলা চলছে। এরই মাঝে ৪ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
অন্য খবর দেখুন