কলকাতা: উটকো গরম নভেম্বরেও! অন্যান্য বছর তাও নিম্নচাপ দানা বাঁধে। শীতের শিরশিরানি শুরু হয়ে যায়। তবে এবছর সেসবের দেখা নেই। কবে থেকে শীত পড়ছে কলকাতায়? জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস।
কেমন থাকবে ভাইফোঁটার দিন আবহাওয়া?
রবিবার ভাইফোঁটা! কেমন থাকবে ভাইবোনদের এই বিশেষ দিনের আবহাওয়া? হওয়া অফিস সূত্রে খবর, এদিন বৃষ্টির ভোগান্তি নেই। মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে ভাইফোঁটার দিন। দক্ষিণা বাতাস, পুবের বাতাস ছাড়াও প্রভাব বাড়বে উত্তর-পশ্চিমও পশ্চিমা হওয়ার প্রভাব। এতেই ঢুকবে ঠান্ডা। আগামী সপ্তাহভর চলবে শুষ্ক আবহাওয়া।
আরও পড়ুন: জটিলতা, ব্যবসায় ক্ষতি! কাদের হতে হবে অতিরিক্ত সতর্ক? দিনের শুরুতে দেখে নিন রাশিফল!
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, গোটা সপ্তাহে বৃষ্টির সম্ভবনা কার্যত নেই বললেই চলে। আগামী চারদিনের মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। অর্থাৎ সপ্তাহখানেকের মধ্যে শীত এসে দরজায় কড়া নাড়বে।
উত্তরবঙ্গে রবিবার থেকে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি প্রায় সব জেলাতে। উপকূলে খানিক বৃষ্টির সম্ভবনা। মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে।
কেমন থাকছে কলকাতার আবহাওয়া?
কলকাতায় নভেম্বরের পয়লা সপ্তাহ থেকেই হওয়া বদলের সম্ভবনা। বৃষ্টির সম্ভবনা কার্যত বৃষ্টির সম্ভবনা নেই। ধীরে ধীরে কমবে তাপমাত্রা । পরিষ্কার থাকবে আকাশ। আবহাওয়া থাকবে শুষ্ক। কখনও কখনও মেঘলা হওয়ার সম্ভবনা। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভবনা। বাতাসে ক্রমশ কমছে জলীয়বাষ্পের পরিমাণ। কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
দেখুন আরও খবর: