কলকাতা: আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ রচনা বন্দোপাধ্যায় (Rachana Banerjee)। বাতিল করেছেন আগামী দু’দিনের সব অনুষ্ঠান। অনুষ্ঠান বাতিলের কথা শুনতেই চিন্তার ভাঁজ ভক্তদের কপালে। বড়সর কিছু হল নাকি?
আরও পড়ুন: দিন গোনা শুরু, আসছে পঞ্চায়েত সিজন ৪
তবে চিন্তার তেমন কোনও কারণ নেই বলেই জানিয়েছে খোদ অভিনেত্রী। রচনার পক্ষ থেকে জানানো হয়েছে, চিন্তার কারণ নেই। আচমকা পেটের সমস্যার কারণে প্রেশার কমে গিয়েছিল। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ। আপাতত বিশ্রামে রয়েছেন সাংসদ অভিনেত্রী।
প্রসঙ্গত,যে কোনও পুজোর আগে তারকাদের একাধিক চাপ থাকে। পুজোর উদ্বোধনসহ একাধিক জায়গায় যাওয়ার থাকে। এমতাবস্থায় কাউকে সমস্যায় না পড়তে হয় তাই আগেভাগে উদ্যোক্তদের জানিয়ে দেন অভিনেত্রী।
দেখুন আরও খবর: