প্রতিবছরই জন্মদিনের দিন মাঝরাতে দর্শন দেন ভক্তদের। ১ নভেম্বরের রাত থেকে মায়ানগরীর মন্নতের সামনে ভিড় থাকলেও ছাদে দেখা যায়নি শাহরুখ খানকে (Shahrukh Khan)। ভিড়ের মাঝেই প্রশ্ন উঠেছিল কোথায় তিনি? উত্তর মিলল গৌরী খানের সোশ্যাল মিডিয়ায়।
শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি ভাগ করে নেন শাহরুখ ঘরণী গৌরী খান। একটি ছবি নিজেদের পুরোনো সময়ের। অন্যটি জন্মদিন উদ্যাপনের। ছবিতে দেখা যাচ্ছে ঝলমলে সাজানো ঘর। বার্থডে বয়ের জন্য চকলেট কেক। পরনে কালো প্যান্ট ও শার্ট। উৎসবের সাজে ঝলমলিয়ে কেক কাটছেন কিং খান।
আরও পড়ুন: আলোর উৎসবে কাঞ্চন-শ্রীময়ীর ঘরে লক্ষ্মী এল
ছবির ক্যাপশনে গৌরী লিখছেন, ‘ বন্ধু ও পরিবারের সঙ্গে একটি স্মরণীয় সন্ধ্যা, শুভ জন্মদিন!’ পোস্টে বেটার হাফকে ট্যাগ করতেও ভোলেননি গৌরী। কমেন্ট বক্স ভরে গিয়েছে শুভেচ্ছাবার্তায়। অনেকেই গৌরীর কাছে আবদার করেছেন একবার অন্তত শাহরুখের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার জন্য।
View this post on Instagram
২৫ বছরের বেশি স্টারডমে এই প্রথমবার মন্নতের ছাদে দেখা মেলেনি শাহরুখের। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, নিরাপত্তাজনিত কারণেই এই ব্যতিক্রম। গতমাসে দশেরার দিন খুন হয়েছেন বাবা সিদ্দিকি। সলমন খানও নিয়মিত হুমকি পেয়ে চলেছেন। শুধু সলমন নন। কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বৌষ্ণইয়ের দাবি, সলমন ঘনিষ্ঠ সকলের প্রাণের ঝুঁকি রয়েছে। তারপর থেকেই প্রকাশ্যে দেখা মেলেনি কিং খানের। বাবা সিদ্দিকির শেষকৃত্যেও আসেননি তিনি। শুধুমাত্র রানি মুখার্জির দিওয়ালি পার্টিতে যোগ দিয়েছিলেন অভিনেতা।
দেখুন আরও খবর: