গ্যাংটক: এবার থেকে সিকিমে (Sikkim) প্রবেশ করতে গেলে গাড়িতে রাখতে হবে বড় আবর্জনার ব্যাগ। নয়া নিয়ম চালু করল সিকিম সরকার। রাজ্যকে পরিবেশবান্ধব (Environment Freindly) রাখতে এই পদক্ষেপ। নিয়ম ভাঙলে জরিমানা দিতে হবে। রাস্তায় গাড়ির কাচ নামিয়ে পর্যটকরা যাতে যত্রতত্র আবর্জনা না ফেলেন সেজন্য এই পদক্ষেপ।
আগেই সিকিমে প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে। সেখানে প্লাস্টিকের বোতলে পানীয় জলও খুঁজে পাওয়া কঠিন এখন। সিকিমের পর্যটন দফতর থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, এবার থেকে পর্যটকদের নিয়ে কোনও গাড়ি সিকিমে ঢুকতে গেলে অবশ্যই সঙ্গে রাখতে হবে আবর্জনা ফেলার ব্যাগ। সিকিমের অর্থনীতি অনেকটাই নির্ভর করে পর্যটনের উপরে। সে রাজ্যের জনসংখ্যা মাত্র ৬ লাখ। অথচ প্রকৃতির টানে প্রতি বছর ২০ লাখের বেশি পর্যটক আসেন সিকিমে।
আরও পড়ুন: এনডিএতে ফাটল? সর্বদলীয় বৈঠকে এলেন না দুই শরিক নেতা
আরও খবর দেখুন