নয়াদিল্লি: সংসদের (Parliament) বাজেট অধিবেশন (Budget Session) শুরুর আগেই এনডিএর মধ্যে ফাটল সামনে এল? প্রশ্ন উঠল এনডিএর (NDA) ঐক্য নিয়ে। কেন্দ্রে সরকার চলছে শরিকদের উপর নির্ভর করে। স্বাভাবিকভাবে জল্পনা ছড়িয়েছে। সোমবার থেকে শুরু হবে সংসদের বাজেট অধিবেশন। মঙ্গলবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে রবিবার সর্বদলীয় বৈঠক হয়। সেই বৈঠকে দেখা যায়নি এনডিএর শরিক হিন্দুস্তানি আওয়াম মোর্চার নেতা জিতনরাম মাঝিকে, আরএলডি নেতা জয়ন্ত চৌধুরীকে। তাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
শুধু তাই নয়, আরএলডি নেতা জয়ন্ত চৌধুরী সংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে কাঁওয়ার যাত্রা নিয়ে হোটেল মালিকদের নেমপ্লেট লাগানোর উত্তরপ্রদেশ সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেছে। এদিকে জিতনরাম মাঝিও এনডিএর গুরুত্বপূর্ণ শরিক নীতীশ কুমারের বিরুদ্ধে তাল ঠোকা শুরু করেছেন। বিহারের আগামী বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করেই এই পদক্ষেপ জিতনরামের। তিনি বলেন, নীতীশ বলেছিলেন আমাদের দলটাই উঠে যাবে। এই দল এখন দৌড়চ্ছে। এদিকে সংসদের বাজেট অধিবেশনে সরকারকে চেপে ধরতে প্রস্তুতি শুরু করে দিয়েছে ইন্ডিয়া জোট। নিট, সংসদে ডেপুটি স্পিকারের পদ সহ বিভিন্ন বিষয় নিয়ে সরকারকে চেপে ধরা হবে বলে ইন্ডিয়া জোট সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: সংসদে বক্তৃতা দেওয়ার সময় যেন বাধা না দেওয়া হয়, বার্তা রাজনাথের
আরও খবর দেখুন