আলিপুরদুয়ার: উত্তরবঙ্গে বিভিন্ন কারণে বন্ধ হয়ে যায় চা বাগান। সেই সঙ্গে কর্মহীন হয়ে পড়েন বাগানের অনেক শ্রমিক। তবে এক বছরের বেশী চা বাগান বন্ধ থাকলে সেই বাগানের কর্মহীন শ্রমিকদের ‘ফাউলাই’ নামের একটি ভাতা দেয় রাজ্য সরকার। এবার এই ভাতা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুললেন ডুয়ার্সের বন্ধ রায়মাটাং চা বাগানের অনেক শ্রমিক। এর ফলে সংসার চালানো কষ্টকর হয়ে যাচ্ছে তাঁদের পক্ষে। জানা গিয়েছে, নামের গন্ডগোল সহ একাধিক কারণে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। প্রায় এক বছরের বেশি সময় ধরে বন্ধ রায়মাটাং চা বাগান। সেই কারণে রাজ্য সরকারের তরফে ফাউলাই চালু হয়েছে এই বাগানের শ্রমিকদের জন্য। কিন্তু তা সত্ত্বেও এখনও প্রায় ৬০ জন শ্রমিক এই ভাতা থেকে বঞ্চিত।
আরও পড়ুন: বাস্তবের কুরুক্ষেত্র! জমি বিবাদের জেরে যে ঘটনা ঘটল
এই বিষয়ে রায়মাটাং চা বাগানের শ্রমিক কমল বাহাদুর বিশ্বকর্মা জানান, “আমার পদবি বিশ্বকর্মার জায়গায় কামি এসেছে। এর ফলে বেড়েছে সমস্যা। মিলছে না ফাউলাই ভাতার টাকা।” এই বিষয়ে তৃণমূলের চা বাগানের শ্রমিক নেতা ওমদাস লোহার জানান, “যেসব শ্রমিকদের এই সমস্যা দেখা গিয়েছে তাঁদের শ্রম দফতরের দেওয়া একটি ফর্ম দেওয়া হয়েছে। সেটিকে ঠিকমতো পূরণ করে জমা দিলেই কাজ হয়ে যাবে। রাজ্য সরকারের ভাতা থেকে কেউ বঞ্চিত হবেন না।” এই বিষয়ে কালচিনির বিধায়ক বিশাল লামা জানান, “সব থেকে ভালো হত যদি শ্রম দফতরের তরফে যদি একটি শিবির করা হত। তাহলে সেখানেই দ্রুত নাম ও পদবি সঠিক করার কাজ হয়ে যেত।”
দেখুন আরও খবর: