কলকাতা: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) একবার বলেছিলেন, আমি রেকর্ডের পিছনে ছুটি না, রেকর্ড আমার পিছনে ছোটে। তাঁর এ কথায় অসত্য কিছু নেই। গোল করার যাবতীয় রেকর্ড ভেঙে তছনছ করেছেন তিনি। ফুটবলের বাইরেও একই অভ্যাস, বুধবার নিজের ইউটিউব চ্যানেল (YouTube Channel) লঞ্চ করেছিলেন তিনি। সেখানেও চুরমার হল যাবতীয় রেকর্ড।
রোনাল্ডোর ইউটিউব চ্যানেলের নাম ‘ইউআর রোনাল্ডো’ (UR Ronaldo)। চ্যানেল লঞ্চ হওয়ার ঘণ্টা দুয়েকের মধ্যেই রেকর্ড। সবথেকে কম সময়ে ১ মিলিয়ন (১০ লক্ষ) সাবস্ক্রাইবার হয়ে গেল এই চ্যানেলের। শুধু তাই নয়, ২৪ ঘণ্টায় হয়ে গেল ১০ মিলিয়ন (১ কোটি) সাবস্ক্রাইবার এবং এটাও রেকর্ড। এর মধ্যেই ইউটিউবের গোল্ডেন বাটন (Golden Button) পেয়ে গিয়েছেন তিনি।
আরও পড়ুন: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ম্যানুয়েল নয়্যারের
The wait is over 👀🎬 My @YouTube channel is finally here! SIUUUbscribe and join me on this new journey: https://t.co/d6RaDnAgEW pic.twitter.com/Yl8TqTQ7C9
— Cristiano Ronaldo (@Cristiano) August 21, 2024
কন্টেন্ট ক্রিয়েশনের জগতে এই রেকর্ড অকল্পনীয় হলেও রোনাল্ডোর সোশ্যাল মিডিয়ার ফলোয়ারের সংখ্যা বিচার করলে সাবস্ক্রিপশনের এই রেকর্ড বোধগম্য। সোশ্যাল মিডিয়া এক্স-এ(সাবেক টুইটার) পর্তুগিজ মহাতারকার ১১২.৫ মিলিয়ন ফলোয়ার। ফেসবুকে অনুগামীর সংখ্যা ১৭০ মিলিয়ন। সবথেকে আশ্চর্যজনক ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যা– ৬৩৬ মিলিয়ন!
এহেন ব্যক্তি ইউটিউব চ্যানেল খুললে এমনই হওয়ার কথা। বুধবার নিজের সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে সি আর সেভেন লেখেন, অপেক্ষার শেষ। শেষ পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল এসে গেল। সাবস্ক্রাইব করুন এবং এই নতুন জার্নিতে আমার সঙ্গে যোগ দিন।
দেখুন অন্য খবর: