কলকাতা: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) আজ দুটি বড় ম্যাচ। একদিকে জুভেন্তাসের মুখোমুখি ম্যাঞ্চেস্টার সিটি, অন্যদিকে বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে খেলবে বার্সেলোনা। আজ জিতলে সরাসরি নক আউট যাওয়া প্রায় নিশ্চিত করে ফেলবে বার্সা, হার বা ড্র করলেও পরে সুযোগ থাকবে। অন্যদিকে সিটির এখনও অনেক পথচলা বাকি, পেপ গুয়ার্দিওলার দলকে জিততেই হবে। লিগ ফেজের বাকি তিন ম্যাচ জিতলেও সরাসরি শেষ ষোলোয় তাদের যাওয়া হবে না।
শেষ চার-পাঁচ বছরে ইউরোপের অন্যতম সেরা দল সিটি। পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) অধীনে তারা প্রায় অপ্রতিরোধ্য। কিন্তু এই মরসুমে অদ্ভুতভাবে খুব খারাপ সময় যাচ্ছে তাদের। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, সব জায়গায় দুর্দশা চলছে। চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ ম্যাচ খেলে মাত্র ৮ পয়েন্ট সংগ্রহ করেছে ম্যাঞ্চেস্টারের ক্লাব যা তাদের মান অনুযায়ী ভাবাই যায় না। এর্লিং হালান্ড ছাড়া কেউ গোল পাচ্ছেন না। জুভেন্তাসের বিরুদ্ধে আজ সিটির কঠিন লড়াই।
আরও পড়ুন: জিতল লিভারপুল, রিয়াল, ভিলা, ঝড় তুলল বায়ার্ন
সিটির ঠিক বিপরীত চিত্র বার্সেলোনায়। জার্মান কোচ হান্সি ফ্লিকের (Hansi Flick) হাতে পড়ে টাট্টু ঘোড়ার মতো ছুটছে দলটা। পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে বেশ ভালো জায়গায় তারা। স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি শুধু নন, গোল পাচ্ছেন রাফিনহা, লামিনে ইয়ামালরাও। দানি ওলমো, পেদ্রি, গাভিরা দারুণ ফুটবল খেলছেন। আজ ঘরের মাঠে খেললেও তাদের বিরুদ্ধে ডর্টমুন্ডের কঠিন লড়াই। অবশ্য ডর্টমুন্ডও পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে, সুতরাং ফর্মে আছে তারাও।
এদিকে আজ প্রথম আটে ওঠার লক্ষ্যে মোনাকোর বিরুদ্ধে খেলবে আর্সেনাল। এমনিতেই ঘরের মাঠে খেলবে মিকেল আর্তেতার (Mikel Arteta) দল, তারে উপর গানারদের ভাঁড়ারে যা গোলাবারুদ আছে তাতে মোনাকোকে না হারালে অঘটনই হবে। প্রসঙ্গত, লিগ ফেজে প্রত্যেক দল আট ম্যাচ খেলার পর প্রথম আটে থাকা দলগুলি সরাসরি শেষ ষোলোয় যাবে।
দেখুন অন্য খবর: