কলকাতা: আইপিএল ২০২৫-এর (IPL 2025) নিলাম সম্পন্ন হওয়ার পরেই যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তা হল কলকাতা নাইট রাইডার্সের (KKR) অধিনায়ক কে হবেন? এতদিন ফেভারিট হিসেবে ভাবা হচ্ছিল ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer)। কিন্তু সোমবার সকাল থেকে তিনি আর ফেভারিট নন, বরং যে নাম উঠে আসছে তা হল অজিঙ্ক্য রাহানে (Ajinkya Rahane)। শোনা যাচ্ছে আগামী বছর আইপিএলে নাইট শিবিরের সেনাপতি তিনিই হবেন।
আইয়ারকে ২৩.৭৫ কোটি টাকা দিয়ে কেনার পর তাঁকেই নেতা হিসেবে ভাবছিলেন কেকেআর সমর্থকরা। কিন্তু এদিন এক সূত্র জানিয়েছে, রাহানের অধিনায়ক হওয়া ৯০ শতাংশ নিশ্চিত। এই কারণেই তাঁকে ১.৫ কোটি টাকা খরচ করে দলে ভিড়িয়েছে কেকেআর। বর্তমানে বিলুপ্ত রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে আইপিএলে অধিনায়কত্বে হাতেখড়ি হয়েছিল রাহানের। এরপর দুই মরসুমে রাজস্থান রয়্যালসের (RR) নেতৃত্ব দেন তিনি। যদিও অধিনায়ক হিসেবে আইপিএলে তাঁর রেকর্ড ভালো নয়।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে নতিস্বীকার করল পাকিস্তান!
🚨 CAPTAIN AJINKYA RAHANE 🚨
Rahane emerged as the strong contender to lead KKR in IPL 2025. [Gaurav Gupta from TOI] pic.twitter.com/BSxQ3q1QHv
— Johns. (@CricCrazyJohns) December 2, 2024
তবে রাহানের অভিজ্ঞতার ঝুলি যে সমৃদ্ধ তা নিয়ে সন্দেহ নেই। তিনি টি২০-র উপযোগী ব্যাটার কি না তা নিয়ে এক সময় সন্দেহ ছিল, কিন্তু এম এস ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে নিজেকে প্রমাণ করেছেন। সম্ভবত সেই কথা মাথায় রেখেই বেস প্রাইসে তাঁকে কিনেছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। শেষ পর্যন্ত কে অধিনায়ক হয় সেদিকে নজর থাকবে।