skip to content
Friday, January 17, 2025
HomeScrollজামিন পেলেও জেলমুক্তি নয়! নেপথ্যে অয়ন শীলের পুনঃগ্রেফতারি?
Ayan Shil

জামিন পেলেও জেলমুক্তি নয়! নেপথ্যে অয়ন শীলের পুনঃগ্রেফতারি?

নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত অয়ন শীলের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট

Follow Us :

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত অয়ন শীলের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি শুভ্রা ঘোষ ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন। তবে জামিনে রয়েছে একাধিক শর্ত। অয়ন শীলের জামিন ঘোষণার সঙ্গে বিচারপতি সাফ জানিয়ে দেন যে, নিম্ন আদালতে ট্রায়ালের সময় তাঁকে হাজির থাকতে হবে এবং তদন্তকারী অফিসারকে সাহায্য করতে হবে। পাশাপাশি, হাইকোর্ট তাঁকে জানায় যে, জামিনে মুক্তি পেয়ে এই মামলার কোনওরূপ প্রমাণ লোপাট করতে পারবেন না। এছাড়াও অয়ন শীলকে পাসপোর্ট জমা রাখতে হবে এবং তিনি এলাকা ছাড়তে পারবেন না।

আরও পড়ুন: “আগে বাংলা পাবে তারপর অন্যান্যরা…”, বিধানসভায় বললেন মমতা

তবে জামিন পেলেও জেল থেকে মুক্তি পাচ্ছেন না তিনি। কারণ, কয়েকদিন আগেই তাঁকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে সিবিআই। অভিযোগ, অয়ন শীল ৮ এজেন্টের মাধ্যমে চাকরিপ্রার্থীদের থেকে ১ কোটি ৬৭ লক্ষ টাকা তুলেছিলেন। প্রসঙ্গত, গত বছরের ২০ মার্চ নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন অয়ন শীল। তিনি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ প্রোমোটার বলে পরিচিত ছিলেন। গ্রেফতারির আগে তাঁর চুঁচুঁড়ার বাড়ি, ফ্ল্যাট এবং অফিসে তল্লাশি চালিয়েছিলেন ইডি’র গোয়েন্দারা। সেখান থেকে চাকরিপ্রার্থীদের তালিকা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছিল বলে জানান ইডি’র আধিকারিকরা। এছাড়াও, পুর নিয়োগ দুর্নীতি মামলাতেও তাঁর নাম ছিল। এমনকি, সিবিআইয়ের চার্জশিটেও অয়ন শীলের নাম ছিল।

দেখুন আরও খবর:

RELATED ARTICLES

Most Popular