ওয়েব ডেস্ক: কড়া হচ্ছে বিসিসিআই (BCCI)! সূত্রের খবর, প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে না পারলেই বেতন কাটা হবে ক্রিকেটারদের। বিদেশ সফরে স্ত্রী-পরিবার সঙ্গে নিয়ে যাওয়া নিয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে খবর। এমনকী গৌতম গম্ভীরেরও (Gautam Gambhir) ‘ডানা’ ছাঁটা হয়েছে।
বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border-Gavaskar Trophy) ৩-১ হেরে এসেছে ভারত, তার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০ হোয়াইটওয়াশ। লাল বলের ক্রিকেটে এমন বিপর্যয়ের পর বৈঠকে বসেছিলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচকদের চেয়ারম্যান অজিত আগরকর (Ajit Agarkar)। ওই বৈঠকের পরেই নাকি একাধিক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন আশানুরূপ পারফরম্যান্স করতে না পারলেই বেতন কাটা হবে।
আরও পড়ুন: বুমরাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলানোর ঝুঁকি নেওয়া উচিত?
বিসিসিআই-এর বার্ষিক চুক্তির অন্তর্ভুক্ত ক্রিকেটারদের মধ্যে যাঁরা শুধু সাদা বলের ক্রিকেট খেলতে পছন্দ করেন তাঁদের নিয়েও কড়া সিদ্ধান্ত নেওয়া হবে। ভারতীয় বোর্ড টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দেয়, কিন্তু কিছু খেলোয়াড় আছেন যাঁরা টেস্টকে গুরুত্বই দিতে চান না বলে জানতে পেরেছে বিসিসিআই।
বিদেশ সফরে পারফরম্যান্স ভালো করতে বান্ধবী-স্ত্রী-পরিবারের দলের সঙ্গে ট্রাভেল করার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। দেড় মাসের সফরে দুই সপ্তাহের বেশি খেলোয়াড়দের সঙ্গে তাঁদের পরিবার থাকতে পারবে না। প্রত্যেক খেলোয়াড়কে টিম বাসেই সফর করতে হবে, আলাদা যাওয়ার অনুমতি দেওয়া হবে না। বিমানে ১৫০ কেজির অতিরিক্ত ওজনের জন্য অর্থ আর বিসিসিআই দেবে না, দিতে হবে খেলোয়াড়দেরই।
গৌতম গম্ভীরের ব্যক্তিগত ম্যানেজার আর টিম বাসে সফর করতে পারবেন না, ম্যাচ চলাকালীন ভিআইপি বক্সে বসতে পারবেন না তিনি। যে হোটেলে খেলোয়াড় এবং কোচিং স্টাফ থাকবেন, গম্ভীরের ম্যানেজার সেখানে থাকতে পারবেন না, তাঁকে থাকতে হবে অন্য হোটেলে।
দেখুন অন্য খবর: