Sunday, February 9, 2025
HomeScrollবুমরাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলানোর ঝুঁকি নেওয়া উচিত?
ICC Champions Trophy

বুমরাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলানোর ঝুঁকি নেওয়া উচিত?

কোনও সন্দেহ নেই বুমরাকে ছাড়া অনেকটা দুর্বল হয়ে পড়বে টিম ইন্ডিয়া

Follow Us :

ওয়েব ডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) শুরু হতে আর ৪০ দিন বাকি। এখনও দল ঘোষণা করতে পারেনি বিসিসিআই (BCCI)। তার একমাত্র কারণ হল জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) চোট। সিডনি টেস্টে (Sydney Test) পিঠে টান ধরায় চতুর্থ ইনিংসে বলই করেননি তিনি। সেই ম্যাচ ভারতকে হারতে হয়। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ এবং ওডিআই সিরিজ নেই বুমরা। এখন সবথেকে বড় প্রশ্ন হল চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁকে খেলানোর ঝুঁকি কি নেওয়া উচিত?

কোনও সন্দেহ নেই বুমরাকে ছাড়া অনেকটা দুর্বল হয়ে পড়বে টিম ইন্ডিয়া (Team India)। কিন্তু চোট ঠিক করে সারার আগেই তাঁকে মাঠে নামিয়ে দিলে দীর্ঘমেয়াদি ভিত্তিতে বড় ক্ষতি হয়ে যেতে পারে।

প্রথমত, ভারতীয় পেসার চোটপ্রবণ। তাঁর পরিসংখ্যান অবিশ্বাস্য ঠিকই, তবে চোটের ইতিহাসও কম নয়। তাঁর অদ্ভুত বোলিং অ্যাকশন এবং রান আপ যেমন সাফল্য এনে দেয় তেমন চোটের কারণ। সেই চোট থেকে ফিরতে দীর্ঘ সময় লাগে। ৩১ বছরের পেসারকে বেশিদিন পেতে চাইলে বিসিসিআইয়ের উচিত ঝুঁকি না নেওয়া।

আরও পড়ুন: ভারত-পাক ম্যাচের উত্তাপ বাড়াতে আসছে তথ্যচিত্র, ‘দ্য গ্রেটেস্ট রাইভ্যালরি…’

দ্বিতীয়ত, লাল বলের ক্রিকেটে রোহিত শর্মার (Rohit Sharma) ভবিষ্যত উজ্জ্বল নয়। বুমরাকে পরবর্তী অধিনায়ক ভাবা হচ্ছে। কিন্তু তিনি যদি চোটেই থাকেন তাহলে মুশকিল। শেষ আটটি টেস্টের ছ’টায় হেরেছে ভারত। ইংল্যান্ডে পাঁচটি টেস্ট দিয়ে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশপের ২০২৫-২৭ চক্র। এই চক্রে বুমরাকে অবশ্যই লাগবে।

তৃতীয়ত, বর্ডার-গাভাসকর ট্রফিতে অসাধারণ বল করলেও ঠিক যে সময় সবথেকে বেশি দরকার ছিল, তখনই পাওয়া যায়নি বুমরাকে। শেষ টেস্টের চতুর্থ ইনিংসে বলই করতে পারেননি তিনি। তিনি থাকলে ভারত হয়তো সিরিজ ২-২ সমতা ফিরিয়ে দেশে ফিরত। এই বিপদটা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ঘটতে পারে। ভালো শুরু করে টুর্নামেন্টের মাঝপথে তিনি চোট পেলে খেই হারিয়ে ফেলবে ভারত। তার থেকে সম্পূর্ণ সুস্থ মহম্মদ শামি, সাদা বলে ক্রমশ ধারাবাহিক হয়ে ওঠা অর্শদীপ সিংয়ের উপর আস্থা রাখা উচিত ভারতের।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular