Sunday, June 29, 2025
Homeখেলালাল হলুদ নাকি সবুজ মেরুন, সৌরভ আসলে কার?
Sourav Ganguly

লাল হলুদ নাকি সবুজ মেরুন, সৌরভ আসলে কার?

মোহনবাগানের পর এবার ইস্টবেঙ্গল, সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে টানাটানি দুই ফুটবল ক্লাবের

Follow Us :

কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), তিনি ‘প্রিন্স অফ কলকাতা’, তিনি মহারাজা, তিনি ক্রিকেট দুনিয়ার মহারথী, ভারতের প্রাক্তন অধিনায়ক- এবার তাঁকে নিয়েই শুরু হয়েছে দড়ি টানাটানি। তা-ও আবার কলকাতার দুই বড় ফুটবল ক্লাবের মধ্যে। ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান (Mohun Bagan) দুই ফুটবল ক্লাবই মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে জানিয়েছে, তারা এবার সৌরভকেই ক্লাবের তরফে সর্বোচ্চ সম্মানটি দেবে। এর পরেই সোশ্যাল মিডিয়ায় দুই দলের সমর্থকদের মধ্যেই শুরু হয়েছে তরজা।

সৌরভ, ভারতের গর্ব। তাই ইস্টবেঙ্গল ক্লাবও এবছর ভারত গৌরব পুরস্কার তুলে দিচ্ছে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। আগামী ১ অগাস্ট ইস্টবেঙ্গল ক্লাবের ১০৫ তম প্রতিষ্ঠা দিবস। সেদিনই তাঁর হাতে এই সম্মান-পুরস্কার তুলে দেবে লাল-হলুদ দল। অন্যদিকে মহারাজাকে মোহনবাগান রত্ন দিচ্ছে এবার সবুজ-মেরুন দল। ২৯ জুলাই এই সম্মান পাবেন ‘প্রিন্স অফ কলকাতা’।

আরও পড়ুন: দিল্লির কোচ হোক সৌরভ, চাইছেন মহম্মদ কাইফ

মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, সৌরভ আমাদের ক্লাবে ৯ বছর খেলেছেন। সেখান থেকে ভারতীয় দলের তারকা হয়েছেন। এখন তিনি কিংবদন্তি। তিনি ভারতের রত্ন। ফলে তাঁকে মোহনবাগান রত্ন দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। মোহনবাগান সচিবের এই ঘোষণার পরেই, ইস্টবেঙ্গলের প্রেস রিলিজে উঠে আসে সৌরভ ও দেবব্রত সরকারের হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট।

দেবব্রত সরকার বলেন, ‘‘আমাদের তো অবাক লাগছে আমরা যে সৌরভকে সম্মান দেব, সেটি মোহনবাগানকে কে বলে দিল? আমাদের তো মনে হয়, সৌরভই এই বিষয়ে মোহনবাগানকে জানিয়ে দিয়েছে। কারণ আমরা গত ২৩ জুন সৌরভকে ফোন করে এবং চিঠি দিয়ে জানিয়েছিলাম আমরা তাঁকে ইস্টবেঙ্গল গৌরব সম্মান দিতে চাই। মহারাজ রাজিও হয়েছে। তার হোয়াটসঅ্যাপ মেসেজ আমরা মিডিয়াকে দিয়েছি। সৌরভ আমাদের প্রস্তাবে রাজি হওয়ার পরে কী করে মোহনবাগানের প্রস্তাবে সায় দিলেন, সেটাই অবাক লাগছে।’’

অন্যদিকে, সবুজ মেরুন সমর্থকদের একাংশ আবার সৌরভকে ‘মোহনবাগান রত্ন’ দেওয়ার বিষয়ে বিরক্ত। তারা বলছে, মোহনবাগানের হয়ে সৌরভ যত না বেশি ক্রিকেট খেলেছেন, তারচেয়ে বেশি সফল ছিলেন অরুণ লাল। তাঁকে কেন একই সম্মান দেওয়া হবে না? আবার অনেকের মতে, ব্যারেটোর মতো প্রাক্তন ছিলেন, মানস-বিদেশরা রয়েছেন, তারপরেও সৌরভকে আচমকা মোহনবাগান রত্ন দিয়ে ওই সম্মানের ভারসাম্যকে নষ্ট করে দেওয়া হচ্ছে। সবমিলিয়ে সম্মাননা প্রদান নিয়ে দুই ফুটবল দল ও অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে নানান তরজা।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Weather Update | ঘূর্ণাবর্তের তাণ্ডব, রবি থেকে প্রবল বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?
03:41:30
Video thumbnail
Iran-Israel | সংঘ/র্ষ বিরতির পর ইরানের অবস্থা দেখুন এই ভিডিওতে
01:44:06
Video thumbnail
Nigerian Artist | উল্টো করে ছবি এঁকে তাক লাগালেন এই নাইজেরিয়ান শিল্পী, ভিডিও দেখলে আপনিও বলবেন…
01:45:55
Video thumbnail
Donald Trump | Benjamin Netanyahu | ফের নেতানিয়াহুর পাশে ট্রাম্প, কী করবে ইরান?
03:44:55
Video thumbnail
Derek O'Brien | দিল্লিতে সাংবাদিক বৈঠকে ডেকের ও'ব্রায়েন, দেখুন সরাসরি
01:13:31
Video thumbnail
Good Morning Kolkata | সকালের গুরুত্বপূর্ণ খবর, দেখুন একনজরে সরাসরি
02:27:40
Video thumbnail
Politics | বিহারে ভোট আসছে তাই, ভোটার লিস্টে বদল চাই
04:08
Video thumbnail
Politics | ভরতে হবে ফাঁকা গদি, মণিপুরে যাবেন মোদি
04:03
Video thumbnail
Politics | প্রাক্তন বিচারপতির রায়, বিজেপির পক্ষে যায়
04:19
Video thumbnail
Politics | ভাইয়ের পাশেই থাকতে চান, জানিয়ে দিলেন তেজপ্রতাপ
04:27

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39