লন্ডন: ইউরো কাপের (UEFA Euro 2024) চূড়ান্ত ২৬ জনের দল ঘোষণা করে দিল ইংল্যান্ড (England)। কোচ গ্যারেথ সাউথগেটের (Gareth Southgate) দল নির্বাচন নিয়ে বেশ বিতর্ক উঠেছে। তার প্রধান কারণ তারকা ফরোয়ার্ড তথা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটির (Man City) খেলোয়াড় জ্যাক গ্রিলিশ (Jack Grealish) বাদ পড়েছেন। আগের ইউরোতে রানার আপ হয়েছিল থ্রি লায়নরা। সেই সাফল্যে ভালোই অবদান ছিল গ্রিলিশের। কিন্তু এবার তাঁকেই নেওয়া হল না।
নামী খেলোয়াড়দের মধ্যে বাদ পড়লেন হ্যারি ম্যাগুয়ার (Harry Maguire) এবং জেমস ম্যাডিসনও (James Maddison)। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Man Utd) ডিফেন্ডার অবশ্য চোটের জন্য দলে ঢুকতে পারেননি। বাদ পড়ে তিনি হতাশ তাও জানিয়ে দিয়েছেন। আপাতত চোটমুক্ত হয়ে পরের মরসুমের জন্য অপেক্ষা করবেন ম্যাগুয়ার। টটেনহ্যামের অ্যাটাকিং মিডফিল্ডার ম্যাডিসন বাদ পড়ার কারণ ওই পোজিশনে অনেকেই আছেন। সম্ভবত রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহ্যাম খেলবেন।
আরও পড়ুন: নাসাউ মাঠের পিচ ‘খারাপ’, মেনে নিল আইসিসি
Your #ThreeLions for #EURO2024! 🦁 pic.twitter.com/klzkNNTafI
— England (@England) June 6, 2024
ইংল্যান্ডের ২৬ জনের স্কোয়াড:
গোলকিপার: ডিন হেন্ডারসন (ক্রিস্টাল প্যালেস), জর্ডান পিকফোর্ড (এভারটন), অ্যারন র্যামসডেল (আর্সেনাল)।
ডিফেন্ডার: লুইস ডাঙ্ক (ব্রাইটন), জো গোমেজ (লিভারপুল), মার্ক গুয়েহি (ক্রিস্টাল প্যালেস), এজরি কনসা (অ্যাস্টন ভিলা), লিউক শ (ম্যান ইউ), জন স্টোনস (ম্যান সিটি), কিরান ট্রিপিয়ার (নিউকাসল), কাইল ওয়াকার (ম্যান সিটি)।
মিডফিল্ডার: ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড (লিভারপুল), কনর গ্যালাঘার (চেলসি), কোবি মেইনু (ম্যান ইউ), অ্যাডাম হোয়ার্টন (ক্রিস্টাল প্যালেস) ডেক্লান রাইস (আর্সেনাল)।
ফরোয়ার্ড: জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ), জ্যারড বোয়েন (ওয়েস্ট হ্যাম), এবেরেচি ইজে (ক্রিস্টাল প্যালেস), ফিল ফোডেন (ম্যান সিটি), অ্যান্টনি গর্ডন (নিউকাসল), হ্যারি কেন (বায়ার্ন মিউনিখ), কোল পামার (চেলসি), বুকায়ো সাকা (আর্সেনাল), আইভান টোনি (ব্রেন্টফোর্ড), অলি ওয়াটকিন্স (অ্যাস্টন ভিলা)।
দেখুন অন্য খবর: