skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScrollনাসাউ মাঠের পিচ ‘খারাপ’, মেনে নিল আইসিসি
Nassau County Stadium

নাসাউ মাঠের পিচ ‘খারাপ’, মেনে নিল আইসিসি

ভারত-পাকিস্তান ম্যাচের আগেই ভালো পিচের ব্যবস্থা হয়ে যাবে বলে তারা আশাবাদী

Follow Us :

নিউইয়র্ক: নিউইয়র্কের নাসাউ কাউন্টি মাঠের (Nassau County Stadium) পিচ টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) মানের নয়, একথা মেনে নিল আইসিসি (ICC)। বিস্তর বিতর্ক, সমালোচনার পর বৃহস্পতিবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা জানিয়েছে, তারা দ্রুত সংশোধন করবে এবং ভালো পিচ তৈরি করবে। ভারত-পাকিস্তান ম্যাচের আগেই ভালো পিচের ব্যবস্থা হয়ে যাবে বলে তারা আশাবাদী।

নাসাউয়ের মাঠে ভারত বনাম আয়ারল্যান্ড (IND vs IRE) এবং শ্রীলঙ্কা বনাম দক্ষিণ (SL s RSA) আফ্রিকা ম্যাচ হয়েছিল। দুই ম্যাচের পিচই ছিল বোলারদের স্বর্গ, বিশেষ করে পেস বোলারদের। বল সুইং করেছে, সিম করেছে। তবে ব্যাটারদের যেটা সবথেকে চাপে ফেলেছিল তা অসমান বাউন্স। গুডলেন্থে পড়ে বল ব্যাটারদের বুকে, মুখে উঠে এসেছে। ফলে চোট আঘাতের আশঙ্কা বেড়েছে।

আরও পড়ুন: বিশ্বকাপে অঘটন, আমেরিকার কাছে হারল পাকিস্তান

রোহিত শর্মা (Rohit Sharma) সহ ভারত এবং আয়ারল্যান্ডের একাধিক ব্যাটার চোট পেয়েছিলেন। রোহিতকে তো মাঠ ছাড়তে হয়। ঋষভ পন্থেরও (Rishabh Pant) কনুইয়ে চোট লাগে। এরপরেই বিশেষজ্ঞ থেকে সাধারণ দর্শক পর্যন্ত এ নিয়ে চর্চা করতে শুরু করেন।

প্রসঙ্গত, নাসাউ কাউন্টির মাঠে ড্রপ-ইন পিচ ব্যবহৃত হয়েছে। অর্থাৎ অন্য জায়গায় তৈরি করে এখানে এনে ফেলা হয়েছে। এক্ষেত্রে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে তৈরি হওয়া পিচ প্রথমে ফ্লোরিডায় আনা হয়, সেখান থেকে নিউইয়র্কে আসে। ভারতীয় ধারাভাষ্যকার এবং বিশেষজ্ঞ রবি শাস্ত্রী জানিয়েছিলেন, ড্রপ ইন পিচ ঠিকমতো সেটল করতে সময় লাগে। আশা করা যায়, ভারত-পাক ম্যাচে বিপজ্জনক উইকেট থাকবে না, দর্শকরা টি২০ ক্রিকেটের আনন্দ নিতে পারবেন।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular