কলকাতা: ফুটবলে একজন খেলোয়াড় অনেক কারণে লাল কার্ড (Red Card) দেখতে পারেন। খারাপ ট্যাকল করা, রেফারির সঙ্গে তর্ক করা, প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে মারামারি করা, এমনকী নিজের দলের খেলোয়াড়ের সঙ্গে ঝামেলায় জড়ালেও লাল কার্ড দেখতে হতে পারে। কিন্তু প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে শাস্তি পাওয়ার ঘটনা সম্ভবত প্রথমবার।
পেরুর (Peru) ফুটবল প্রতিযোগিতায় ঘটল এই ঘটনা। ম্যাচ চলাকালীন মাঠের কোণে মূত্রত্যাগ করায় সেবাস্তিয়ান মুনোজকে (Sebastian Munoz) লাল কার্ড দেখান রেফারি। কোপা পেরু (Copa Peru) প্রতিযোগিতার নাম দুনিয়ার খুব বেশি মানুষ জানত না। কিন্তু এই ঘটনায় সাড়া পড়ে গিয়েছে ফুটবল দুনিয়ায়।
আরও পড়ুন: এক ওভারে ৩৯! ভাঙল যুবরাজ সিংয়ের রেকর্ড
IS THIS THE MOST EMBARRASSING SENDING OFF EVER? 😲
From the Copa Peru. A red card that has to be seen to be believed. 🟥pic.twitter.com/X8nYdUeGMm
— Men in Blazers (@MenInBlazers) August 18, 2024
লা গ্রান সাপোসোয়া স্টেডিয়ামে চলছিল অ্যাতলেটিকো আওয়াজুন বনাম ক্যান্টারসিলো এফসি-র ম্যাচ। ম্যাচের ৭১ মিনিটের মাথায় কর্নার পায় আওয়াজুন। ক্যান্টারসিলো গোলরক্ষক লুচো রুইজ প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করতে বল মাঠের বাইরে পাঠানোয় রেফারি কর্নারের নির্দেশ দেন। তবে ওই সেভ করতে গিয়ে চোট পান রুইজ, তাই রেফারি শুশ্রুষার জন্য খেলা থামান।
এদিকে কর্নার কিক নিতে মাঠের কোনায় দাঁড়িয়ে ছিলেন মুনোজ। চিকিৎসায় সময় লাগছে দেখে কর্নার ফ্ল্যাগ থেকে ফুটখানেক পিছনে মাঠের সীমানায় মূত্রত্যাগ করতে থাকেন। প্রতিপক্ষের একজন খেলোয়াড় তা রেফারির গোচরে আনতেই তিনি মুনোজের দিকে দৌড়ে গিয়ে লাল কার্ড দেখান। শোনা যাচ্ছে, আরও বড় শাস্তি হতে পারে মুনোজের।
দেখুন অন্য খবর: