মুম্বই: ১৯ নভেম্বর শেষবার ভারতের হয়ে খেলেছিলেন। এরপর অনেকটা সময় হয়ে গিয়েছে। কিন্তু শামিকে ভারতীয় দলের জার্সি গায়ে দেখা যায়নি। তাই এবার একটাই প্রশ্ন- কবে ভারতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে শামিকে? অনেকেই মনে করেছিলেন সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজেই সম্ভবত প্রত্যাবর্তন হতে চলেছে মহম্মদ শামির। কিন্তু এখনই নয়। আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে মহম্মদ শামিকে। এখনও পর্যন্ত ম্যাচ ফিট নন ভারতের এই ফাস্ট বোলার। তাই ভারতের জার্সিতে নিজেকে উজাড় করার আগে আরও কিছুটা সময় চান মহম্মদ শামি। জাতীয় দলে ফেরার আগে রঞ্জি ট্রফিতে খেলবেন শামি। কলকাতায় ইস্টবেঙ্গলের অনুষ্ঠানে যোগ দিতে এসে জানিয়েছিলেন, বাংলার জার্সিতে ক্রিকেটে ফিরবেন। সেটাই হতে চলেছে। আসন্ন রঞ্জিতে খেলবেন শামি।
ভারতীয় দলের জার্সি গায়ে কবে মাঠে নামবেন সেটার একটা আভাস দিলেন বিসিসিআই সচিব জয় শাহ। তিনি বলেন, ‘শামি অস্ট্রেলিয়া সফরে যাবে। ওর অভিজ্ঞতা আছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমাদের শামিকে দরকার। তবে সবটাই নির্ভর করছে ওর ফিটনেসের ওপর। এনসিএর রিপোর্টের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’ জয় শাহ আরও বলেন, ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজের জন্য তৈরি টিম ইন্ডিয়া। যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলিরা তৈরি আছে।’
অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় বোলিংকে আরও শক্তিশালী করবে মহম্মদ শামি। তাঁর বোলিংয়ের সুইং এবং সিম মুভমেন্ট চাপে ফেলতে পারে অস্ট্রেলিয়ান ব্যাটারদের।
অন্য খবর দেখতে ক্লিক করুন: