Friday, July 4, 2025
HomeScrollডেম্বেলের দর্শনীয় গোল, বেলজিয়ামকে হারাল ফ্রান্স
UEFA Nations League

ডেম্বেলের দর্শনীয় গোল, বেলজিয়ামকে হারাল ফ্রান্স

৬৭ মিনিটে কোলো মুয়ানির পরিবর্তে মাঠে আসেন এমবাপে

Follow Us :

কলকাতা: অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হল ফ্রান্স (France)। দুইবারের বিশ্বকাপ জয়ী দেশ নেশনস লিগ (UEFA Nations League) থেকে বিদায় নেওয়ার অবস্থায় চলে গিয়েছিল। ইতালির (Italy) কাছে ৩-১ হারের পর শক্তিশালী বেলজিয়ামের (Belgium) সামনে পড়ে ছিল দিদিয়ের দেশঁর (Didier Deschamps) দল। অলিম্পিক লিয়ঁর মাঠে ২-০ জিতে নিজেদের নিরাপদ জায়গায় নিয়ে এল তারা।

অন্য ম্যাচে ইজরায়েলকে ২-১ হারিয়ে গ্রুপ এ২-তে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে ইতালি। দুই নম্বরে এখন ফ্রান্স, তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। ৩ পয়েন্ট নিয়ে তিনে বেলজিয়াম এবং শূন্য পয়েন্ট সবার শেষে ইজরায়েল। দুই পর্ব মিলিয়ে প্রত্যেক দল ছটি করে ম্যাচ খেলবে, তাই পয়েন্ট টেবিলে এখনও অনেক ওঠানামা দেখা যাবে।

আরও পড়ুন: চার মাস নির্বাসিত আনোয়ার, বড় শাস্তি ইস্টবেঙ্গলেরও

সোমবার রাতে (ভারতীয় সময় মঙ্গলবার) বেলজিয়ামের বিরুদ্ধে ফ্রান্সের প্রথম এগারোয় ছিলেন না কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। তিনি নামেন দ্বিতীয়ার্ধের শুরুর দিকে। ততক্ষণে অবশ্য দুই গোল করা হয়ে গিয়েছে। ওসুমান ডেম্বেলের (Ousmane Dembele) দুরন্ত গোলে ডাগআউটে দাঁড়িয়ে উচ্ছ্বাস করতে দেখা গেল এমবাপেকে।

ম্যাচের শুরুটা অবশ্য ভালো করেছিল বেলজিয়াম, কিন্তু ফিনিশ করতে না পারার খেসারত দিতে হল কেভিন ডি ব্রুইনাদের (Kevin De Bryune)। খেলার গতির বিপরীতেই প্রথম গোল করেন পিএসজি স্ট্রাইকার র‍্যান্ডাল কোলো মুয়ানি। ৫৭ মিনিটে ব্যবধান বাড়ান ডেম্বেলে। ৬৭ মিনিটে কোলো মুয়ানির পরিবর্তে মাঠে আসেন এমবাপে। একক প্রচেষ্টায় গোলের সুযোগ তৈরি করেছিলেন তিনি, কিন্তু গোলকিপারে হাতে শট মেরে বসেন।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39