প্যারিস: আন্তর্জাতিক ক্রীড়া আদালতে রুপো পাওয়ার আবেদন জানিয়েছিলেন ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগট (Vinesh Phogat)। সেই মামলার শুনানি হয়েছে শুক্রবার, এখনও সিদ্ধান্ত জানানো হয়নি। তবে তার আগেই খারাপ খবর শোনালেন আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার (IOC) প্রধান টমাস বাক (Tomas Buck)। তিনি জানিয়ে দিয়েছেন, বিনেশের যুগ্মভাবে রুপো পাওয়ার কোনও সম্ভাবনাই নেই।
আদালত এখনও রায় দেয়নি। তার আগে নিজের অভিমত হিসেবে বাক বলেন, “সব কিছুর একটা নিয়ম আছে। আন্তর্জাতিক সংস্থাকে সেই নিয়ম মেনে চলতে হয়। আমি জানি বিনেশের কাছে বিষয়টা সহজ নয়। ওর জন্য খারাপ লাগছে। কিন্তু নিয়ম তো নিয়মই। সেটা সকলের জন্য সমান। ওকে রুপো দেওয়ার কোনও যুক্তি নেই।”
আরও পড়ুন: বেজে গেল আইএসএলের দামামা, কবে শুরু জেনে নিন
তিনি আরও বলেন, “এরকম বলা যায় না যে ১০০ গ্রাম ওজন বেশি থাকলে খেলতে দেব, কিন্তু ১০২ গ্রাম বেশি থাকলে দেব না। খেলায় এক সেকেন্ডের হাজার ভাগে সিদ্ধান্ত নিতে হয়। এ বারের অলিম্পিক্সেই সেটা দেখা গিয়েছে। তা হলে সেই সব ক্ষেত্রে কী হবে?” পুরুষদের ১০০ মিটার দৌড়ে সেকেন্ডের হাজার ভাগের হিসাবে কিশানে থম্পসনকে হারিয়েছেন নোয়া লাইলস। সেই প্রসঙ্গেরই উল্লেখ করেছেন বাক।
এদিকে শুক্রবার পদক জিতে কুস্তিগির আমন শেরাওয়াত (Aman Sherawat) যে বক্তব্য রাখলেন, তার একটা অংশ নিয়ে নতুন করে মাথাচাড়া দিচ্ছে বিনেশ-বিতর্ক। আমন জানিয়েছেন, বৃহস্পতিবার লড়াইয়ের পর তাঁর ওজন বেড়ে গিয়েছিল ৪.৬ কেজি। ১০ ঘণ্টার মধ্যে সেই ওজন কমিয়ে ফেলেন তিনি। প্রশ্ন উঠছে, আমন যদি ৪.৬ কেজি কমাতে পারেন তাহলে বিনেশ ২ কেজি কমাতে পারলেন না কেন। সেমিফাইনালের পর তাঁর ওজন ২ কেজি মতো বেড়ে গিয়েছিল। কিন্তু তা কমানো গেল না কেন? দোষ কি বিনেশের নিজস্ব সাপোর্ট স্টাফের নাকি ভারতের অলিম্পিক্স দলের চিকিৎসকদের?
দেখুন অন্য খবর: