বর্ধমান: আরজি কর হাসপাতালে (R G Kar Hospital) তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রতিবাদে মুখর হয়ে উঠেছে বিভিন্ন সরকারি হাসপাতাল। শনিবার সকাল থেকে একের পর এক হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভের (Agitation) খবর আসছে। তাঁদের একাংশ কর্মবিরতির ডাক দিয়েছেন। ফলে হাসপাতালে হাসপাতালে রোগীদের পরিষেবাও ব্যাহত হচ্ছে। অনেক ক্ষেত্রেই দূর থেকে চিকিৎসার জন্য এসেও ফিরে যেতে হচ্ছে রোগীদের।
কলকাতার ঘটনার প্রভাব পড়েছে বিভিন্ন জেলা হাসপাতালগুলিতেও। বর্ধমান মেডিক্যাল কলেজে জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতির ডাক দিয়েছেন। শুক্রবার মোমবাতি মিছিলের পাশাপাশি মৌন মিছিলেও সামিল হয় বর্ধমান হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা। এবার শনিবার কর্মবিরতির ডাক। যদিও প্রতি ক্ষেত্রেই জরুরি পরিষেবা বিভাগগুলি খোলা রাখা হয়েছে। বিক্ষোভ শুরু হয়েছে কলকাতার শিশুমঙ্গল হাসপাতালেও।
আরও পড়ুন: কেরলে ভূমি ধস বিধ্বস্ত এলাকা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
আরও খবর দেখুন