কলকাতা: আগামী শনিবার (১৭ অগাস্ট) শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগ (Premier League)। তার আগে আজকের শনিবার (৮ অগাস্ট) এফএ কমিউনিটি শিল্ড (FA Community Shield) খেলতে মুখোমুখি দুই ম্যাঞ্চেস্টার। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ভারতীয় সময় সন্ধে ৭.৩০টায় হবে ধুন্ধুমার ম্যাঞ্চেস্টার ডার্বি (Manchester Derby)।
নিয়মানুযায়ী প্রত্যেক বছর প্রিমিয়ার লিগ শুরুর এক সপ্তাহ আগে এফএ কমিউনিটি শিল্ডে মুখোমুখি হয় আগের মরসুমের প্রিমিয়ার লিগ জয়ী দল এবং এফএ কাপ (FA Cup)জয়ী দল। আগের মরসুমে লিগ জিতেছিল ম্যাঞ্চেস্টার সিটি (Man City) এবং এফএ কাপ চ্যাম্পিয়ন হয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। আজ তাদের দ্বৈরথ।
আরও পড়ুন: বিনেশের রুপো নিয়ে ‘দুঃসংবাদ’ দিলেন অলিম্পিক কমিটির প্রধান
The first silverware of the season is up for grabs 👀
Who are you backing to win the #CommunityShield? 🏆 pic.twitter.com/dNQ0EUkt2a
— Emirates FA Cup (@EmiratesFACup) August 10, 2024
সাম্প্রতিক অতীতের ট্রেন্ড অনুসরণ করে আজও ফেভারিট ম্যান সিটি। দলবদলের বাজারে কয়েকজন নতুন খেলোয়াড়কে কিনেছে ইউনাইটেড। যেমন রক্ষণে ভরসা দিতে এসেছেন লেনি ইয়োরো (Leny Yoro)। কিন্তু চোট পেয়ে তিন মাসের জন্য ছিটকে গিয়েছেন তিনি।
সিটিরও তিন-চারজন ম্যাচ ফিট নন। তবে পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) দলের যা গভীরতা তাতে ম্যান ইউকে হারানো নিয়ে সমস্যা হওয়া উচিত নয়। গত বছরের এফএ কাপ ফাইনালের কথা মনে করেই একমাত্র আশান্বিত হতে পারেন ম্যান ইউয়ের কোচ এরিক টেন হাগ (Erik Ten Hag)। এই সিটিকেই দুর্দান্ত ফুটবল খেলে হারিয়েছিল তাঁর দল। আজ তার পুনরাবৃত্তি হয় কি না সেটাই দেখার।
দেখুন অন্য খবর: