ওয়েব ডেস্ক: দু’দিন ধরে বৃষ্টির কারণে ইডেনের পিচ আর্দ্র হয়ে উঠেছিল। কলকাতা নাইট রাইডার্সের স্পিনাররা খুব একটা সুবিধা করে উঠতে পারেননি। কিন্তু গুয়াহাটির উইকেট স্পিনারদের পাশে দাঁড়াল। ওমনি কামাল করলেন বরুণ চক্রবর্তী এবং মইন আলি। চার ওভারে ১৭ রান দিয়ে দুই উইকেট নিলেন বরুণ। বর্ষীয়ান ইংলিশ অলরাউন্ডার মইন চার ওভারে ২৩ রান দিয়ে দুই উইকেট পেলেন।
সুনীল নারিনের জায়গায় আজ খেলানো হয়েছে মইনকে। যশস্বী জয়সওয়ালকে ভয়ঙ্কর হয়ে ওঠার আগে ফেরালেন তিনি। এক কালের নাইট নীতীশ রানাও তাঁর শিকার। সঞ্জু স্যামসনের মূল্যবান উইকেটটি নিলেন বৈভব অরোরা। আরসিবির বিরুদ্ধে মার খেয়েছিলেন, এদিন দুটি উইকেট পেলেন। রাজস্থান রয়্যালসের ব্যাটারদের প্রথম থেকেই কাবু করে রেখেছিলেন বরুণরা।
আরও পড়ুন: ব্রাজিলকে ৪ গোলে চূর্ণ করল মেসি-হীন আর্জেন্টিনা
হর্ষিত রানাও ভালো বোলিং করেছেন। একমাত্র স্পেনসার জনসনই হতাশ করলেন। রাজস্থানের হয়ে সবথেকে বেশি রান করলেন ধ্রুব জুরেল। ২৮ বলে ৩৩ করে রানার বলে বোল্ড হন তিনি। জুরেলের পর সবথেকে বেশি করেছেন জয়সওয়াল, ২৯।
আইপিএল ২০২৫-এ পয়েন্টের খাতা খুলতে নাইটদের চাই মাত্র ১৫২ রান। এ বছর প্রথম দিন থেকে ২০০-২৫০ উঠছে। ২০০-র কমে রান মোটেই নিরাপদ নয়। সেখানে ১৫২ রানের লক্ষ্যমাত্রা কোনও ব্যাপারই নয়, এক যদি না অঘটন ঘটে।
দেখুন অন্য খবর: