কলকাতা: এ বছরের আইপিএলে (IPL 2024) লখনউ সুপার জায়ান্টসের (LSG) মালিক সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka) এবং অধিনায়ক কে এল রাহুলের (KL Rahul) বাক্য বিনিময়ের কথা নিশ্চয়ই মনে আছে। সে সময় রাহুলকে নিজের বাড়ি ডিনারে ডেকে গোয়েঙ্কা বোঝানোর চেষ্টা করেছিলেন, সম্পর্ক ঠিক আছে। কিন্তু এবার অধিনায়ককে রিটেনই করেনি এলএসজি ফ্র্যাঞ্চাইজি। লখনউয়ের প্রতি রাহুলের বিদায়ী বার্তায় যেন সেই রাগ, দুঃখ, অসন্তোষ ঝরে পড়ল।
নিলামে রাহুলকে ১৪ কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। সম্ভবত নতুন ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক তিনিই হবেন। বুধবার সোশ্যাল মিডিয়ায় ছবি সহ পোস্ট করে লখনউয়ের সহ খেলোয়াড়, কোচ, সমর্থক সবার নাম করলেন, কিন্তু ফ্র্যাঞ্চাইজির মালিকের নাম মুখেও আনলেন না।
আরও পড়ুন: আর্সেনাল, বার্সার বড় জয়, অবিশ্বাস্য ড্র করল সিটি
Grateful to the coaches, teammates and the fans who made this journey with LSG unforgettable. Thank you for the trust, memories, energy and unwavering support. Here’s to new beginnings! ✌️ pic.twitter.com/Vz5XFeDjwV
— K L Rahul (@klrahul) November 27, 2024
২০২২ সালে এলএসজির জন্মলগ্ন থেকে রাহুল তাদের অধিনায়ক। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখলেন, “কোচ, টিমমেট, দর্শকদের প্রতি কৃতজ্ঞ, যাঁরা এলএসজির সঙ্গে জার্নিটা স্মরণীয় করে রেখেছেন। আস্থা, এনার্জি, স্মৃতি এবং অফুরন্ত সমর্থনের জন্য ধন্যবাদ। এবার নতুন যাত্রা শুরু।” মালিক সঞ্জীব গোয়েঙ্কার নামই নেই, অথচ দলের প্রায় প্রতিটা খেলায় মাঠ তো বটেই, কখনও কখনও ডাগ আউটেও দেখা গিয়েছে তাঁকে।
রাহুলের এই পোস্ট নিয়ে শুরু হয়েছে তুমুল চর্চা। প্রায় সবাই একই কথা বলছেন, গোয়েঙ্কার নাম করলেন না ডানহাতি ব্যাটার, তার মানে ওই ঘটনার পর দু’জনের সম্পর্কে অবনতি হয়েছিল। ২০২৫ আইপিএলে দিল্লির সঙ্গে লখনউয়ের দেখা হলে এ নিয়ে ফের চর্চা হবে বলাই বাহুল্য।
দেখুন অন্য খবর: