skip to content
Friday, October 4, 2024

skip to content
HomeScrollভারতের বিরুদ্ধে আত্মতুষ্টি ও এসজি বলই ভয়: লিটন
India vs Bangladesh

ভারতের বিরুদ্ধে আত্মতুষ্টি ও এসজি বলই ভয়: লিটন

ভারতীয় সংবাদমাধ্যমের সাহায্য চাইছেন লিটন!

Follow Us :

কলকাতা: পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের ভারতে আসছে বাংলাদেশ (Bangladesh)। দুটি টেস্ট এবং এবং তিনটি টি২০ খেলবে তারা। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর স্বাভাবিকভাবেই বাংলাদেশিদের আত্মবিশ্বাস তুঙ্গে। তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান (Shakib Al Hasan) ইতিমধ্যেই বলে রেখেছেন, ভারত বড় দল হতে পারে, কিন্তু খেলা হবে মাঠে। তবে তাঁদের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস (Litton Das) কিন্তু সংযত এবং সতর্ক।

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে ম্যাচ জেতানো সেঞ্চুরি করা লিটন আত্মতুষ্টি এবং এসজি বল (SG Ball) নিয়ে চিন্তিত। বাংলাদেশ সাধারণত কুকাবুরা (Kookaaburra) বলে খেলে, পাকিস্তানের বিরুদ্ধেও কুকাবুরাতেই খেলা হয়েছে। কিন্তু ভারতে টেস্ট খেলা হয় এসজি বলে। লিটনের মতে এসজি বলের বিরুদ্ধে ব্যাট করা তুলনায় কঠিন।

আরও পড়ুন: জার্মানির বিরুদ্ধে ২-২ ড্র করল নেদারল্যান্ডস

ডানহাতি ব্যাটার বলেছেন, “ভারতে অন্য বলে খেলা হবে। এসজি বলে খেলা একটু কঠিন। কুকাবুরা বল পুরনো হয়ে গেলে খেলা সহজ হয়ে যায়। কিন্তু এসজি বলে তার উল্টো। এসজি বল পুরনো হলে খেলা আরও কঠিন হয়ে যায়।”

একই সঙ্গে আত্মতুষ্টি নিয়ে চিন্তায় লিটন। তিনি জানিয়েছেন, তাঁরা পাকিস্তানের বিরুদ্ধে ভালো ক্রিকেট খেলেছেন কিন্তু তা ইতিমধ্যেই অতীত। সামনের দিকে তাকানো গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে ভারতীয় সংবাদমাধ্যমের সাহায্য চাইছেন লিটন। তিনি চান, এ দেশের সংবাদমাধ্যম যেন পাকিস্তান সিরিজ নিয়ে বেশি কথা না বলে। প্রসঙ্গত, ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে শুরু ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular