কলকাতা: মঙ্গলবার রাতে (ভারতীয় সময়ে বুধবার) উয়েফা নেশনস লিগে (UEFA Nations League) নজর ছিল নেদারল্যান্ডস বনাম জার্মানি ম্যাচে (NED vs GER)। ম্যাচ যে হাড্ডাহাড্ডি হবে তা প্রত্যাশিত ছিল, ফলাফলও হল সেরকম। আমস্টারডামের জোহান ক্রুয়েফ এরিনায় জার্মানদের বিরুদ্ধে ২-২ ড্র করল ডাচরা।
খেলার একদম শুরুটাই হল চিত্তাকর্ষক। দু’ মিনিটের মধ্যে এগিয়ে যায় নেদারল্যান্ডস। জার্মান রক্ষণের ভুলে ফাঁকায় বল পেয়ে যান তিয়ানি রেইন্ডার্স। গোলকিপারকে একা পেয়ে তাঁর দুই পায়ের ফাঁক দিয়ে বল গোলে পাঠিয়ে দেন তিনি। ৩৮ মিনিটে সমতা ফেরান ডেনিজ উনডাভ। এদিনই প্রথম এগারোয় প্রথমবার সুযোগ পেয়েছিলেন তিনি। সেই সুযোগের সদ্ব্যবহার করলেন।
আরও পড়ুন: জোড়া গোলে শততম ম্যাচ স্মরণীয় করলেন হ্যারি কেন
এরপর এগিয়ে যায় জার্মানি। প্রথমার্ধের একদম শেষের দিকে অধিনায়ক জোশুয়া কিমিখ বাঁ দিক থেকে আসা নিচু ক্রস পেয়ে গোল করে দেন। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যেই অবশ্য ডাচদের হয়ে সমতা ফেরান ডেঞ্জেল ডামফ্রিস। এরপর দুই দলই একাধিক সুযোগ তৈরি করে, কিন্তু কাঙ্ক্ষিত জয়ের গোল করতে পারেনি কেউই।
এদিনের অন্য গুরুত্বপূর্ণ খেলায় ফিনল্যান্ডকে ২-০ হারিয়েছে ইংল্যান্ড। জাতীয় দলের জার্সিতে শততম ম্যাচ খেলতে নেমেছিলেন অধিনায়ক হ্যারি কেন (Harry Kane)। ওয়েম্বলি স্টেডিয়ামে মাইলস্টোন ম্যাচ জোড়া গোল করে স্মরণীয় করে রাখলেন তিনি। অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলির জমানায় পরপর দুই ম্যাচ জিতল থ্রি লায়নরা।
দেখুন অন্য খবর: