ওয়েব ডেস্ক: এ মরসুমে এক অদ্ভুত রোগ ধরেছে ম্যাঞ্চেস্টার সিটিতে। বস্তুত রোগ হল রক্ষণের দুর্বলতা। কিন্তু ম্যাচের বেশিরভাগটা ভালো খেলে শেষের দিকে ছড়িয়ে ফেলার রোগও দেখা যাচ্ছে পেপ গুয়ার্দিওলার দলের। বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সাঁ জারমাঁর বিরুদ্ধেও এক ব্যাপার।
পার্ক দে প্রিন্সেস মাঠে ৫৫ মিনিট পর্যন্ত ২-০ এগিয়ে ছিল সিটি। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫০ ও ৫৩ মিনিটে গোল করেন জ্যাক গ্রিলিশ এবং এর্লিং হালান্ড। ৫৬ ও ৬০ মিনিটে পিএসজি-র হয়ে সমতা ফেরান উসমান ডেম্বেলে এবং ব্র্যাডলি বার্কোলা। এরপরে ঘরের মাঠে মোমেন্টাম পেয়ে যায় প্যারিসের ক্লাব। মুহুর্মুহু আক্রমণের পর ৭৮ ও ৯০+৩ মিনিটে ব্যবধান বাড়ান যথাক্রমে জোয়াও নেভেস এবং গন্সালো রামোস।
আরও পড়ুন: বরুণের স্পিন আর বিধ্বংসী অভিষেকে ইংল্যান্ডকে পিষে দিল টিম ইন্ডিয়া
এদিন দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে বড় হারের সম্মুখীন হল আর এক নামী ক্লাব বায়ার্ন মিউনিখ। ফেয়েনুর্ডের কাছে ৩-০ হারল জার্মানির সেরা দল। বায়ার্নের কোচ ভিনসেন্ট কোম্পানি ম্যাচের আগে বলেছিলেন, তিনি লিগ টেবিলের দিকে তাকাচ্ছেন না। কিন্তু এবার তাকাতে হবে, আশঙ্কা হচ্ছে লিগ ফেজ থেকেই ছিটকে যাওয়ার।
ঘরের মাঠে বড় জয় পেল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাবেউতে আরবি স্যালজবুর্গকে ৫-১ হারাল কার্লো আন্সেলোত্তির ছেলেরা। জোড়া গোল করলেন রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়র, একটি কিলিয়ান এমবাপের। গোল না করেও, গোলের পাস বাড়িয়ে এবং খেলা নিয়ন্ত্রণ করে নজর কাড়লেন জুড বেলিংহ্যাম। মাঠে তাঁকে পরিণত মস্তিষ্কের দেখায় যে মনেই হয় না মাত্র ২০ বছর বয়স তাঁর।
দেখুন অন্য খবর: