কলকাতা: ম্যাথিয়াস ডি লিখট (Matthijs de Ligt) এবং নুসেইর মাজরাউই (Nussair Mazraoui), এক রাতে দুই ডিফেন্ডারকে সই করাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। দু’জনের আসার ব্যাপার প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল সোমবার রাতেই। ম্যাঞ্চেস্টারে রুটিন মাফিক স্বাস্থ্যপরীক্ষা করতে এসেছিলেন তাঁরা। তা শেষ হতেই মঙ্গলবার রাতে প্রথমে ডি লিখট এবং তার কিছুক্ষণের মধ্যেই মাজরাউইয়ের আগমনের আনুষ্ঠানিক ঘোষণা করে দেয় ওল্ড ট্রাফোর্ডের (Old Trafford) ক্লাব।
দু’জনকেই বায়ার্ন মিউনিখ (Bayern Munich) থেকে নিয়ে এলেন কোচ এরিক টেন হাগ (Erik Ten Hag)। ডাচ সেন্টারব্যাক ডি লিখটের জন্য ম্যান ইউকে দিতে হল ৪৫ মিলিয়ন ইউরো (অ্যাড অন ৫ মিলিয়ন)। আর মরক্কোর রাইট ব্যাক মাজরাউইয়ের জন্য খরচ পড়ল ১৫ মিলিয়ন ইউরো (অ্যাড অন ৫ মিলিয়ন)। দুজনকেই পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে। নড়বড়ে রক্ষণকে স্থিরতা দেবেন তাঁরা, এই আশায় ইউনাইটেডের সমর্থককুল।
আরও পড়ুন: রোহিত-বিরাট আর কতদিন? ভবিষ্যদ্বাণী করলেন ভাজ্জি
New era. New home 🏘️🔴
🤳 @Snapdragon #MUFC || #ShotOnSnapdragon pic.twitter.com/rznUkJYtcl
— Manchester United (@ManUtd) August 13, 2024
২০২৩-২৪ মরসুমে লাগাতার চোটে ভগ্নদশা হয়েছিল দলের রক্ষণের। অবস্থা এমন দাঁড়ায়, ফুলব্যাকদের এমনকী মিডফিল্ডারদের সেন্টার ব্যাকে খেলাতে বাধ্য হয়েছেন টেন হাগ। রেকর্ড সংখ্যক গোল হজম করতে হয়েছিল রেড ডেভিলদের (Red Devils)। এবার তাই আগে রক্ষণ জমাটে মন দেন কোচ। ইউরো কাপ শেষ হওয়ার পরপরই তরুণ ফরাসি ডিফেন্ডার লেনি ইয়োরোকে কিনে নেয় ম্যান ইউ। কিন্তু প্রাক মরসুম ম্যাচে চোট পেয়ে তিন মাসের জন্য মাঠের বাইরে তিনি।
বাধ্য হয়ে ডি লিখটের জন্য ঝাঁপায় ওল্ড ট্রাফোর্ডের ক্লাব। অন্যদিকে রাইট ব্যাক অ্যারন ওয়ান-বিসাখাকে ওয়েস্ট হ্যামে বিক্রি করে একই দামে আর এক রাইট ব্যাক মাজরাউইকে নেওয়া হল। প্রসঙ্গত, স্ট্রাইকার হিসেবে জোশুয়া জার্কজিকে কেনা হয়েছে, এবার একজন মিডফিল্ডারের খোঁজে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
দেখুন অন্য খবর: