কলকাতা: আরজি কর-কাণ্ডের তদন্তভার হাতে নিয়েই উচ্চ পর্যায়ে বৈঠক করলেন সিবিআইয়ের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকেরা। সিবিআই সূত্রে খবর, ঘটনার দিন রাতে নয় শুধু চারতলায় নয়, গোটা এমার্জন্সি বিল্ডিংয়ে কারা কারা ছিলেন, সেই তালিকা তৈরি করা হচ্ছে। চিকিৎসক, নার্স, গ্রুপ সি, গ্রুপ ডি, নিরপত্তারক্ষী ও আইট পোস্টে থাকা কলকাতা পুলিশের কর্মীরও তালিকা তৈরি করা হচ্ছে।
একইসঙ্গে কলকাতা পুলিশে দেওয়া সমস্ত তথ্য খতিয়ে দখছে কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থ। সিবিআইয়ের স্পেশাল টিমে থাকছেন প্রায় ১০ থেকে ১২ জন অফিসার। সাতজন দিল্লি থেকে এসেছেন। আর বাকি ৫ জন কলকাতার অফিসার থাকবেন। সূত্রের খবর, একাধিক দলে ভাগ হয়ে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন: আরজি কর-কাণ্ডে ধৃতকে সিবিআইয়ের হাতে তুলে দিল পুলিশ
দেখুন আরও অন্যান্য খবর: