কলকাতা: আবারও ড্র করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Man Utd)। ২-০ এগিয়ে থেকে এফসি পোর্তোর (FC Porto) বিরুদ্ধে ৩-৩ ফলে ম্যাচ শেষ করল তারা। গত রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেছিলেন অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজ (Bruno Fernandez)। এদিন জোড়া লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন তিনি। শেষ লগ্নে হ্যারি ম্যাগুয়ার (Harry Maguire) গোল না করলে পোর্তোর মাঠ থেকে হেরে ফিরতে হত এরিক টেন হাগের (Erik Ten Hag) দলকে।
আরও পড়ুন: আর্থিক দুর্নীতিতে আজহারউদ্দিনকে তলব ইডির!
টেন হাগের দুঃসময় কাটছেই না। রবিবার টটেনহ্যামের বিরুদ্ধে ৩-০ হারের পর তুমুল সমালোচনা চলছে তাঁকে নিয়ে। ম্যান ইউয়ের প্রাক্তনীরাই টেন হাগের মুণ্ডপাত করছেন। উয়েফা ইউরোপা লিগে পোর্তোর বিরুদ্ধে জিতে আপাতত সমালোচনা বন্ধ করতে পারতেন তিনি। কিন্তু রক্ষণের দুর্বলতা ফের চোখে পড়ল। ২-০ এগিয়ে গিয়ে গিয়ে প্রথমার্ধেই দুই গোল হজম করতে হল। দুই সেন্টার ব্যাক ম্যাথায়াস ডি লিখট এবং লিসান্দ্রো মার্তিনেজের মন্থরতা ভীষণভাবে চোখে পড়ল।
Harry’s late leveller 💪#MUFC || #UEL
— Manchester United (@ManUtd) October 4, 2024
৭ মিনিটের মধ্যে একক প্রচেষ্টায় ম্যান ইউকে এগিয়ে দেন মার্কাস র্যাশফোর্ড। তাঁর পাস থেকেই ব্যবধান বাড়ান র্যাসমাস হোয়লুন্ড। দুটি গোলের ক্ষেত্রেই অবশ্য পোর্তোর গোলকিপারের ভুল খানিকটা দায়ী। ২৭ এবং ৩৪ মিনিটে পোর্তোর হয়ে গোল করেন পেপে এবং সামু ওমোরোদিয়ন। ৫০ মিনিটে সামুর গোলে এগিয়ে যায় পোর্তো। ফের হারের আশঙ্কার মধ্যেই ওল্ড ট্রাফোর্ডের ক্লাবকে বিপদে ফেলে লাল কার্ড দেখেন ফার্নান্ডেজ। ভাগ্য ভালো, ৯০+১ মিনিটে হেড করে সমতা ফেরান ম্যাগুয়ার।