কলকাতা: এ সপ্তাহের শেষে, শনিবার কলকাতা ডার্বি (Kolkata Derby)। যুবভারতী স্টেডিয়ামে আইএসএল-এর (ISL 2024-25) ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল (East Bengal FC) এবং মোহনবাগান (Mohun Bagan SG)। বড় ম্যাচে রক্ষণের স্তম্ভ আলবার্তো রদ্রিগেজকে (Alberto Rodrigues) পেতে মরিয়া বাগান কোচ হোসে মোলিনা (Jose Molina)। সেই কারণে বাকিরা পুজোর ছুটি কাটালেও অনুশীলনে দেখা গেল রদ্রিগেজকে।
মিনি ডার্বিতে মহামেডানকে (Mohammedan AC) ৩-০ হারিয়ে চনমনে সবুজ-মেরুন ব্রিগেড। কিন্তু সে ম্যাচে রদ্রিগেজের চোট চিন্তা বাড়িয়েছে মোলিনার। চোট এমনই যে সেই থেকে এখনও বল নিয়ে অনুশীলন করেননি স্প্যানিশ ডিফেন্ডার, চলছে রিহ্যাব। অন্যেরা গোটা পুজো ছুটি কাটিয়েছেন কিন্তু সপ্তমী এবং নবমীতে অনুশীলনে আসেন রদ্রিগেজ।
আরও পড়ুন: ম্যান ইউয়ের কোচ হবেন জিনেদিন জিদান!
Focus shifts to the Kolkata Derby??#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/Cu9d2b2k6J
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) October 14, 2024
আইএসএলে চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে মোহনবাগান। চার ম্যাচের চারটিতেই হেরে সবার শেষে অর্থাৎ ১৩ নম্বরে আছে ইস্টবেঙ্গল। তা সত্ত্বেও লাল-হলুদকে খাটো করে দেখতে নারাজ বাগান কোচ। কে না জানে, কলকাতা ডার্বিতে ফেভারিট বলে কিছু হয় না। এ ম্যাচের ভবিষ্যদ্বাণী করাও বোকামি।
দেখুন অন্য খবর: