কলকাতা: ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছে ভারত (India)। একই দিনে ঘরের মাঠে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে সিরিজ জিতল পাকিস্তান (Pakistan)। প্রথম টেস্টে ইনিংসে হারের পর তুমুল সমালোচনার শিকার হয়েছিল শান মাসুদের (Shan Masood) দল। প্রথম ইনিংসে ৫৫৬ রান করে ইনিংসে পরাজয় নিয়ে চলছিল ট্রোলিং। সেখান থেকে পর পর দুটি টেস্টে বেন স্টোকসদের (Ben Stokes) নাস্তানাবুদ করে সিরিজ জিতে গেল তারা।
প্রথম টেস্টে হারের পর বাদ পড়েছিলেন পাকিস্তানের সেরা ব্যাটার বাবর আজম। বোলিং বিভাগেও ব্যাপক রদবদল ঘটে। শাহিন আফ্রিদি, নাসিম শাহদের বসানো হয়। ঘূর্ণি পিচ বানিয়ে ফিরিয়ে আনা হয় দুই বর্ষীয়ান স্পিনার সাজিদ খান এবং নোমান আলিকে। এই দুজন মিলেই মুলতান এবং রাওয়ালপিন্ডিতে ইংলিশ ব্যাটিং লাইন আপকে ধ্বংস করলেন।
আরও পড়ুন: এই শতকে ঘরের মাঠে ভারতের সিরিজ হারের খতিয়ান
A mighty 6️⃣ to seal a memorable series triumph ?
Pakistan beat England in just over two days in the series decider ?#PAKvENG | #TestAtHome pic.twitter.com/8KIVaqVIXi
— Pakistan Cricket (@TheRealPCB) October 26, 2024
প্রশংসা প্রাপ্য পাকিস্তানের ব্যাটারদেরও। পুনেতে ঘূর্ণি পিচ বানানোর পরিকল্পনা রোহিত শর্মাদের জন্য বুমেরাং হলেও, মাসুদরা তা হতে দেননি। প্রত্যেক ব্যাটার সময়মতো টিকে থেকেছেন রান করেছেন। তৃতীয় টেস্টে যেমন ১৩৪ রানের দুরন্ত ইনিংস খেললেন সৌদ শাকিল। তাঁর ইনিংসটাই পার্থক্য গড়ে দিয়েছে, তাই ম্যান অফ দ্য ম্যাচ তিনিই।
ইংল্যান্ডের সিরিজ হারের জন্য দায়ী তাদের ব্যাটাররা। বেন ডাকেট ছাড়া কেউ ধারাবাহিকতা দেখাননি। ঘূর্ণি পিচে অলি পোপ, জো রুট, বেন স্টোকস সবাই ব্যর্থ। একটা বিষয় পরিষ্কার, বাজবলের বিষ ছাড়ানোর মোক্ষম দাওয়াই হল স্পিন। ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন অফস্পিনার সাজিদ খান।
দেখুন অন্য খবর: