কলকাতা: ঝামেলা করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ যুবক। আজ সকালে নিউটাউন গৌরাঙ্গনগর বাগজোলা খাল থেকে যুবকের দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্তে নিউটাউন থানার পুলিশ। মৃতের নাম সুরজ মাইতি।
পুলিশ সূত্রে খবর, গত পরশুদিন বাড়িতে ঝামেলা হয় সুরজের। এরপরই বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সকালে নিউটাউন থানা এলাকার গৌরাঙ্গনগর নতুন ব্রিজের কাছে বাগজোলা খাল থেকে যুবকের দেহ উদ্ধার হয়। আজ সকালে বাগজোলা খালে দেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন খবর দেওয়া হয় নিউ টাউন থানায়।
আরও পড়ূন : ঝড় মানেই দুর্গতদের পাশে কান্তি গঙ্গোপাধ্যায়
নিউটাউন থানার পুলিশ ঘটনাস্থলে এসে খাল থেকে দেহটি উদ্ধার করে। ওই যুবক নিউটাউন জ্যোতিনগর এলাকার বাসিন্দা প্রাথমিকভাবে তার নাম সুরাজ বলে জানা গেছে। তবে কী করে খালে এল তা খতিয়ে দেখছে নিউটাউন থানার পুলিশ। খুন নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর আসল কারণ জানতে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র শুরু হয়েছে চাঞ্চল্য।
দেখুন আরও খবর: