কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের (KKR) অন্যতম আইকন এখন রিঙ্কু সিং। শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজির যে কোনও বিজ্ঞাপনে আন্দ্রে রাসেল, সুনীল নারিনের সঙ্গে অবধারিত রিঙ্কুর ছবি থাকবেই। এহেন দলের গুরুত্বপূর্ণ সদস্য অন্য এক ফ্র্যাঞ্চাইজিতে খেলার ইচ্ছাপ্রকাশ করলেন।
না, কেকেআর সমর্থকদের চিন্তার কোনও কারণ নেই। রিঙ্কুর প্রথম পছন্দ অবশ্যই তাঁর বর্তমান ফ্র্যাঞ্চাইজি। তবে নাইট শিবির বাদ দিলে আইপিএলে আর কোন দলে খেলতে চান এই প্রশ্ন করা হয়েছিল তাঁকে। বাঁ-হাতি ব্যাটার জানান, কেকেআর ছাড়া তাঁর পছন্দের দল আরসিবি (RCB)। বিরাট কোহলির (Virat Kohli) জন্যই বেঙ্গালুরুর দলকে পছন্দ তাঁর, জানিয়ে দেন তাও।
আরও পড়ুন: লা লিগায় গোল পেলেন না এমবাপে, রিয়ালের ড্র
Question : Which other team would you like to play if kkr doesn’t retain you ?
Ans: Rinku Singh RCB ❤️
That’s is called popularity .. 🔥#IPL2025 #RCB #rinkusingh pic.twitter.com/3WMpNAKRFE
— Randhir Mishra 🇮🇳 (@randhirmishra96) August 19, 2024
গত আইপিএল চলাকালীন কোহলির কাছ থেকে ব্যাট চেয়েছিলেন রিঙ্কু, এবং তা পেয়েও যান। এরপর সেই ব্যাট ভেঙে যায়। ফের ব্যাট চেয়ে কোহলির কাছে যেতেই রিঙ্কুকে মজাচ্ছলে বকা দেন তিনি। সেই ঘটনা এবং তার ভিডিও সে সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছিল।
সম্প্রতি দলীপ ট্রফির দল ঘোষণা করেছিল বিসিসিআই (BCCI)। সূর্যকুমার যাদব, কে এল রাহুল, ঋষভ পন্থ, শুভমান গিল, শ্রেয়স আইয়ারের নাম থাকলেও এই টুর্নামেন্টে রিঙ্কুর নাম নেই। তা নিয়ে কেকেআর ব্যাটার বলেন, আমি ভালো খেলিনি। আমি খুব বেশি রঞ্জি ম্যাচও খেলিনি। দু’-তিনটে ম্যাচ খেলেছিলাম আর রান করতে পারিনি।
দেখুন অন্য খবর: