skip to content
Saturday, June 29, 2024

skip to content
HomeScrollফাইনালের আগে রোহিতকে এই ৩ বিষয় ভাবাবেই

ফাইনালের আগে রোহিতকে এই ৩ বিষয় ভাবাবেই

Follow Us :

আমেদাবাদ: টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠেছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। সেই সঙ্গে টানা দেড় মাস একনাগাড়ে ম্যাচ খেলে যাওয়া। প্রশংসিত হচ্ছে সব মহলেই। কিন্তু সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কিছু বিষয়ে নজরে এসেছে যা রোহিতকে ভাবাতে পারে। সেই বিষয়গুলো কী কী একনজরে দেখে নেওয়া যাক –

১) সেমিফাইনালে স্কোরবোর্ডে বড় রান থাকার সুবাদে ভারত জিতেছে। কিন্তু যদি ফিল্ডিংয়ের দিকে তাকানো যায় তাহলে – ক্যাচ মিস, ফিল্ডিং মিস, ওভারথ্রোয়ে রান দেওয়া অবশ্যই ভাবাবে।

২) সেমিফাইনালে কেন উইলিয়ামসন এবং ড্যারিল মিচেল ক্রিজে থাকার সময় বেশ চিন্তায় পড়তে হয়েছিল রোহিত শর্মাকে। কারণ, ৫ বোলার থাকলেও ষষ্ঠ বোলারের অভাব ভুগিয়েছে। সিরাজের ফর্ম ভাবাবে রোহিতকে। ফাইনালের পরিকল্পনায় অশ্বিন ঢুকে পড়লে অবাক হওয়ার কিছু থাকবে না।

৩) লোয়ার অর্ডার ব্যাটাররা এই বিশ্বকাপে এখনও পরিক্ষীত নয়। টপ ৫ ব্যাটার প্রতি ম্যাচে দলকে উতরে দিচ্ছে। কিন্তু ফাইনালে যদি যে কোনও ২ ব্যাটার রান না পান, তাহলে সূর্যকুমার যাদব এবং রবীন্দ্র জাদেজার ব্যাট চলতে হবে। সেই বিষয়ে রোহিতের নজর

RELATED ARTICLES

Most Popular