আজ, রবিবার ক্রীড়াপ্রেমীদের কাছে জমজমাট একটা দিন। সকালে টি২০ বিশ্বকাপের ম্যাচ, সন্ধ্যায় এল ক্লাসিকো, রাতে প্রিমিয়র লিগে বড় ম্যাচ, আরও রাতে লিগা ১-এ মার্সেইয়ের বিরুদ্ধে খেলবে পিএসজি। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় লা লিগায় এল ক্লাসিকোয় মুখোমুখি রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা।
আরও পড়ুন-T20 World Cup: শুরু হয়ে গেল টি টোয়েন্টি বিশ্বকাপ, চাতক পাখির মত ট্রফির দিকে তাকিয়ে ভারত
লা লিগায় দুটি দলই এখন পয়েন্ট বিচারে একই জায়গায় দাঁড়িয়ে। ৮টা ম্যাচ খেলে ৭টা জয় ১টা ড্র-রিয়াল, বার্সা দুটো ক্লাবই ২২ পয়েন্টে দাঁড়িয়ে। তবে গোলপার্থক্যে এগিয়ে থাকায় রিয়ালকে টপকে বার্সেলোনা শীর্ষে আছে। ফলে আজ এল ক্লাসিকোয় যারাই জিতুক তারা লা লিগায় পয়েন্টের বিচারে শীর্ষে উঠবে। বার্সা শিবিরকে চিন্তায় রাখছে চোট।
Real Madrid vs. Barcelona
Liverpool vs. Manchester City
PSG vs. MarseilleSunday is going to be fun ? pic.twitter.com/olTgUPV5fq
— B/R Football (@brfootball) October 15, 2022
এদিকে, প্রিমিয়র লিগে আজ ঘুরে দাঁড়ানোর ডার্বি লিভারপুলের সামনে। কয়েক বছর ধরে ইংল্যান্ডের প্রথম সারির দুই দলের ম্যাচ টানটান উত্তেজনার কারণে এখন ডার্বির অ্যাখা পায়। চ্যাম্পিয়ন্স লিগে রেঞ্জার্সের বিরুদ্ধে মহম্মদ সালহা-র দ্রুত হ্যাটট্রিকে ৭-১ গোলে জেতে লিভারপুল। প্রিমিয়র লিগে হতাশজনক শুরু করে এবার সালহা-রা ঘুরে দাঁড়ানোর ম্যাচ হিসেবে আজ ম্যান সিটি চ্যালেঞ্জ জিততে চাইছেন। অ্যানফিল্ডে সালহাদের ঘরের মাঠে ম্যান সিটি তাকিয়ে সেই হাল্যান্ডের দিকে। হাল্যান্ড বনাম সালহা দ্বৈরথ দেখার মত হতে চলেছে। লিগ তালিকায় ম্যান সিটি এখন দুইয়ে। অন্যদিকে, লিভারপুল ৮টা খেলে মাত্র ২টো -তে জিতে ১১ নম্বরে আছে।
রাত সাড়ে ১২টায় ফরাসি ডার্বিতে মার্সেইয়ের মুখোমুখি পিএসজি। মেসি, নেইমারদের সামনে চ্যালেঞ্জ মার্সেইয়ের কঠিন ডিফেন্স ভাঙার। এখনও পর্যন্ত লিগা ১-এ ১০টা খেলে ৮টাতে জিতেছেন মেসিরা, ড্র ২টি।
During the last 4 seasons Real Madrid never lost in el classico except one match?? pic.twitter.com/0Nm3M4Mrms
— pure (@EnglishAccent2) October 15, 2022
রবিবারের খেলা
লা লিগা
রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা (সন্ধ্যা সাড়ে ৭টা)
প্রিমিয়র লিগ
লিভারপুল বনাম ম্যান সিটি (রাত ৯টা)
ফরাসি লিগ
পিএসজি বনাম মার্সেই (রাত ১২.১৫)
এ ছাড়াও
আইএসএল
এটিকে মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স (সন্ধ্যা সাড়ে ৭টা)
প্রিমিয়র লিগ
ম্যানচেস্টার ইউনাইটেড বনাম নিউ ক্যাসেল ইউনাইটেড (সন্ধ্যা ৬.৩০টা)