বাঁকুড়া: দেওয়াল চাপা পড়ে মৃত্যু এক যুবকের। আহত হয়েছেন আরও চার। পুলিশ জানিয়েছে, মৃত ওই যুবকের নাম কিষণ মালাকার। ঘটনায় আহত হয়েছেন এলাকারই আরও ৪ জন। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের নতুনচটি মালাকার পাড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় নতুনচটি এলাকার একটি ইঁটের কাঁচা দেওয়ালের পাশে বসে মোবাইলে গেম খেলছিলেন এলাকার পাঁচ জন যুবক। আচমকাই দেওয়ালটি হুড়মুড় করে ভেঙে পড়ে যুবকদের গায়ে। ঘটনায় ৫ জনই জখম হন। পাঁচিল ভাঙার শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে এসে দেখেন ভাঙা পাঁচিলে নীচে পড়ে রয়েছেন ওই পাঁচ যুবক। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা কিষণ মালাকারকে মৃত বলে ঘোষণা করেন। আহত ২ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। অপর ২ জনের আঘাত গুরুতর থাকায় তাঁরা ভর্তি থাকেন।
আরও পড়ুন: ভর সন্ধ্যায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি মুর্শিদাবাদে
স্থানীয়দের দাবি, ইট ও মাটি দিয়ে তৈরি ওই সীমানা পাঁচিলটি দীর্ঘদিন ধরেই হেলানো অবস্থায় ছিল। সম্প্রতি বৃষ্টিতে দেওয়ালের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছিল। সেই ফাটলের কারণেই দেওয়ালটি দূর্বল হয়ে হুড়মুড় করে ভেঙে পড়েছে।
দেখুন আরও অন্যান্য খবর: