পূর্ব বর্ধমান: কালনার তলার ঘাটে মায়ের সঙ্গে দণ্ডি কেটে গঙ্গায় স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক পঞ্চম শ্রেণির এক ছাত্রের। অম্বিকা স্কুলের পঞ্চম শ্রেণিতে পাঠরত মৃত ওই পড়ুয়ার নাম সৌম্যদীপ কাহার।
মহিষমদ্দিনী পূজো উপলক্ষে গঙ্গার ঘাটে রয়েছে কঠোর নিরাপত্তা রয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফে দেওয়া বড় একটি বোর্ডও। বাচ্চাটি ডুবে যাওয়ার সঙ্গে কেন বাচ্চাটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেল না। যা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। এদিন কালনা হাসপাতালে উপস্থিত হয়ে মৃত ওই কিশোরের বাবা সঞ্জয় কাহার তিনি বলেন, দন্ডিকেটে স্ত্রীর সঙ্গে স্নান করতে নেমেছিল সৌম্যদীপ। সাঁতার না জানার কারণে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয় তার।
এদিন কালনা মহকুমা হাসপাতালে উপস্থিত হয়ে কালনার উপ-পুরপতি তপন পড়েল তিনি বলেন, দুর্ঘটনা তো বলে কয়ে আসেনা দুর্ঘটনা দুর্ঘটনাই হয়। অন্যদিকে ওই শিশুর প্রতিবেশী তথা কালনা পুরসভার কাউন্সিলর সন্দ্বীপ বসু বলেন, ৩০ মিনিটের মধ্যে বাচ্চাটিকে উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে এসেও তাকে বাঁচানো যায়নি। এলাকার বিধায়ক দেবপ্রসাদ বাগ জানান, নিরাপত্তা ব্যবস্থা জোরদার তবুও নিজেদের সতর্কতা অবলম্বন করা উচিত।।