আলিপুরদুয়ার: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পর আবার ফের আলিপুরদুয়ারের (Alipurduar) নাম উজ্জ্বল করল অভীক দাস (Abhik Das)। উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম হওয়া অভীক এবার জয়েন্ট এন্ট্রান্সে (JEE) রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছে। এই খুশির খবরে গর্বিত আলিপুরদুয়ারবাসী। জানা গিয়েছে, নিটেও (NIIT) ১৩৪১ র্যাঙ্ক করেছে অভীক। এদিন এই খবর পাওয়ার পর উচ্ছ্বসিত তার পরিবার।
ইঞ্জিনিয়ারিং কিংবা ডাক্তারি কোনটিতেই অভীকের ঝোঁক নেই। সে মহাকাশ নিয়ে গবেষণা করে বিজ্ঞানী হতে চায়। ইতিমধ্যে বেঙ্গালুরুতে ভর্তি হয়েছে। উল্লেখ্য, এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান অধিকার করেছিল অভীক। আলিপুরদুয়ার ম্যাকউইলিয়াম উচ্চ বিদ্যালয়ের ছাত্র অভীক মাধ্যমিকেও রাজ্যের মেধা তালিকায় জায়গা করে নিয়েছিল। তার একের পর এক সাফল্যে খুশি বাবা-মা পরিবার-পরিজন সহ আলিপুরদুয়ারবাসী।
আরও পড়ুন: বিধানসভায় আসন বাড়ল বিজেপির, কমল তৃণমূলের
অভীকের কথায়, “আমি খুব খুশি হয়েছি, আমি যে কনসেপ্ট বেসড লার্নিংএর কথা বলেছিলাম তার জন্য সব পরীক্ষায় সফল হয়েছি। মুখস্থ বুঝে পড়া থেকে বিশেষ গুরুত্বপূর্ণ হয় কনসেপ্ট বুঝে বুঝে পড়া, সায়েন্সের বিষয়ের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। কখনও ফাঁকি দেওয়া যাবে না, পড়াশোনা নিয়মিত চালিয়ে যেতে হবে।” অভীকের বাবা প্রবীর কুমার দাস জানান, অভীক ছোটবেলা থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করে, ওর এই সাফল্যে খুব ভালো লাগছে।
দেখুন অন্য খবর: