হাওড়া: বাঙালি বিধায়কের কৃতিত্ব। জীবনের ঝুঁকি নিয়ে পর্বত চূড়োয় তুললেন জাতীয় পতাকা। গেঁথে দিলেন দলের পতাকাও। ভারতের প্রথম কোনও বিধায়ক (MLA) হিসেবে উত্তরাখণ্ডে (Uttarakhand) বদ্রীনাথের কাছে পানপাতিয়া কল (Panpatia Col) অভিযান সফলভাবে শেষ করলেন হাওড়া জেলা তৃণমূলের সভাপতি ও বিধায়ক অরুণাভ সেন (Arunava Sen)।
গত ২৬ জুন বদ্রীনাথের হনুমান চটি থেকে বিধায়কের নেতৃত্বে হাওড়ার পাঁচজন অভিযান শুরু করেন। বুধবার তাঁরা ৫২৬০ মিটার উঁচু পানপাতিয়া অভিযান শেষ করেন। মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে তাঁদের এই অভিযান করতে হয়েছে। প্রচণ্ড হাওয়ার মধ্যে থেকেও ভারতের জাতীয় পতাকা ও তৃণমূলের দলীয় পতাকা গেঁথে দেন বিধায়ক।
আরও পড়ুন: ৩ জেলায় হেলিপোর্ট গড়ছে রাজ্য, জেনে নিন বিস্তারিত
এই অভিযানে তাঁদের গাইড ছিলেন শেরপা সোহন সিং। বিধায়ক জানিয়েছেন, হনুমান চটি থেকে পানপাতিয়া কল অভিযানের যাত্রা শুরু করেছিলাম। আমার পাহাড়ে চড়ার নেশা ছোটবেলা থেকেই। ফুটবল খেলতে গিয়ে চোটের কারণে মাউন্টেনিয়ারিং ট্রেনিং করতে পারিনি। তবে চ্যালেঞ্জ নিয়ে বেঁচে থাকার মধ্যে একটা আনন্দ আছে। জীবনের সব ক্ষেত্রেই প্রাণ সংশয় হতে পারে। সেটা নিয়ে চিন্তাভাবনা করিনি। ২৬ জুন অভিযান শুরু করে ২ জুলাই পানপাতিয়া কল অভিযান সম্পন্ন করি। বাগনান থেকে আরও পাঁচজন ছিলেন আমার সঙ্গে।
দেখুন ভিডিও: