বসিরহাট: বুধবার সন্দেশখালিতে তৃণমূল ও বিজেপির মধ্যে তুমুল সংঘর্ষ। এই সংঘর্ষে জখম হয়েছে ১০ জন তৃণমূল কর্মী। সন্দেশখালি দু’নম্বর ব্লক ত্রিমোহিনী থেকে কাহারপাড়া দাসপাড়া সহ একাধিক গ্রামে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ মিছিল করে তৃণমূল। এর পাল্টা মিছিল শুরু করে বিজেপি। এরপরই দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। উভয় পক্ষের সংঘর্ষে দুজন তৃণমূল কর্মী নদীতে পড়ে যান।
অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা দা, লাঠি, লোহার রড দিয়ে তৃণমূল কর্মীদের বেধড়ক মারধর করে। এমনকি সাংবাদিকদের উপরেও চড়াও হয় দুষ্কৃতীরা। কোনরকমে নৌকায় উঠে পালাতে শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থক এটা। ঘটনাস্থলে সন্দেশখালি থানার পুলিশ গেলেও পুলিশ নীরব দর্শক থাকে বলে অভিযোগ। পুলিশের সামনেই চলে তৃণমূল কর্মীদের মারধর। এমনকি তৃণমূলের একাধিক বাড়ি ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
পাল্টা গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূলের মিছিলে বহিরাগতরা জমায়েত হয়েছিল। এই ঘটনা সন্দেশখালি ধামাখালি তুষখালী সহ একাধিক ঘাটের ফেরি চলাচল আপাতত বন্ধ।