কলকাতা: অসুস্থতার কারণে হাইকোর্টে (Calcutta High Court) জামিনের দাবি কালীঘাটের কাকু(kalighater Kaku) ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের (Sujoy Krishna Bhadra)। আবেদনকারীর অসুস্থতা গুরুতর। পরিস্থিতি কখনো নিয়ন্ত্রণে থাকলেও হামেশাই চিকিৎসার প্রয়োজন জরুরী হয়ে পড়ছে। তাঁর নিয়মিত চিকিৎসা দরকার। কাকুর দাবি এবং মেডিকেল রিপোর্টের বিরোধিতা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর (ED)।
আরও পড়ুন: দলের সাংসদ, বিধায়ক, জেলা, ব্লক সভাপতিদের সঙ্গে ১৬ই বৈঠক অভিষেকের
মেডিকেল রিপোর্ট অনুযায়ী তাঁকে জেলে ফেরানো অনুচিত। জামিন দিলে তিনি পরিবারের হেফাজতে থাকার সুযোগ পাবেন। জেলে সেই সুযোগ ও দেখভাল অসম্ভব। জেলে কখনোই তিনি প্রয়োজনীয় চিকিৎসা পাননি। তা সত্যেও ৮ মাস হেফাজতে রয়েছেন। অভিযোগ কাকুর। মামলা সম্পর্কে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে ইডির লিখিত বয়ান পেশ। ৮ই ফেব্রুয়ারি পরবর্তী শুনানি।
অন্য খবর দেখুন