কামারহাটি: ফের প্রচারে গিয়ে বচসায় জড়ালেন বরানগর বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ। সোমবার রাতে কামারহাটিতে প্রচারে বেরিয়ে স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন সজল। এই ঘটনায় রীতিমতো জলপ্না তৈরি হয়েছে।
কামারহাটি পুরসভার ১৭, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড বরানগর বিধানসভার অন্তর্গত। আর গতকাল রাতের সেই ওয়ার্ডে প্রচার করতে যান বিজেপি প্রার্থী সজল। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সজল ঘোষ যখন প্রচার করছিলেন, সেই সময় দমদম-ব্যারাকপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রানা বিশ্বাস ও তাঁর অনুগামীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। জানা গিয়েছে, তৃণমূলে নেতা রানা সজলের কাছে প্রশ্ন করেন কেন তাঁরা বিজেপিকে ভোট দেবেন? এরপরই দুপক্ষের মধ্যে শুরু হয়ে যায় বচসা। তৃণমূল কর্মীরা সজলের উদ্দেশে স্লোগান তুলতে থাকেন হায় হায় কি হল, সজল ঘোষ পালিয়ে গেল।
আরও পড়ুন: কলকাতায় দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড এপ্রিলে, আগামী ৪ দিন চলবে তাপপ্রবাহ
এর আগেও প্রচারে গিয়ে বরানগরে বিক্ষোভের মুখে পড়েন সজল। যা নিয়ে রাজ্য রাজনীতিতে বিতর্ক তৈরি হয়। যদিও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি সজলের।
দেখুন আরও অন্যান্য খবর: