বসিরহাট: বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। গত শনিবার বসিরহাটের রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের খড়িডাঙ্গা এলাকায় বিজেপির দেওয়াল লিখনকে কেন্দ্র করে মারামারি হয়। এই ঘটনায় কালিদাস বাসার নামে এক বিজেপি কর্মী আহত হন। আহত ওই বিজেপি কর্মীর বাড়িতে মঙ্গলবার আসেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সেখানে তিনি এসে এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে ও এলাকার তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন। এলাকার তৃণমূলের কর্মীদের দাঙ্গাবাজ, দুর্নীতিবাজ বলে কটাক্ষ করতে থাকেন তিনি। এরপরই এলাকার মহিলারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। রেখাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মানুষেরা। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন এক মহিলার শাড়ি, ব্লাউজ ছিঁড়ে রেখা পাত্রের সঙ্গে থাকা এক বিজেপি কর্মী।
তারপর এলাকার বাসিন্দারা রেখাকে ঘিরে লাঠিসোটা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। এমনকী বিজেপি নেত্রী অর্চনা মজুমদারকেও লাঠিপেটা করেন এলাকার ক্ষিপ্ত মহিলারা। এই পরিস্থিতি দেখে রেখার নিরাপত্তা রক্ষীরা দ্রুত তাঁকে ওই এলাকা থেকে সরিয়ে নিয়ে যায়। তখন এলাকার ক্ষিপ্ত মানুষেরা লাঠি ফাটা নিয়ে রেখা পাত্রে গাড়ির দিকে ছুটে যায় এবং রেখা পাথরের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে বলে অভিযোগ। এরপর রেখা পাত্রের সঙ্গে থাকা অন্যান্য গাড়িগুলিকেও রাস্তা গাড়ির সামনে কাঠের গুঁড়ি ফেলে আটকে দেয়।
আরও পড়ুন: ফের প্রচারে গিয়ে তৃণমূলের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপির সজল
বিজেপির অভিযোগ, খড়িডাঙ্গা গ্রামের প্রধান সমীর বাছার, তাঁর ভাই মৃণাল বাছার ও সিভিক ভলান্টিয়ার বাবলু বাছার আক্রমণ চালায়। বিজেপি প্রার্থী রেখার উপর লাঠি নিয়ে হামলা করা হয়েছে বলে দাবি বিজেপির। এদিকে আজই বসিরহাট বিজেপি প্রার্থী রেখা পাত্রকে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে কেন্দ্র।