সোনারপুর: সকাল থেকে এই প্রখর রোদের মধ্যে ডিউটি করছেন ট্রাফিক পুলিশের কর্মীরা। তাদের পাশে দাঁড়াল বারুইপুর জেলা পুলিশ (Baruipur District Police)। বারুইপুর জেলা পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালীর উপস্থিতিতে একটি করে ছাতা সহ হেলমেট, রোদ চশমা, ওয়ারেশ ইত্যাদি ট্রাফিক পুলিশের কর্মী, সিভিক ভলান্টিয়ারদের হাতে তুলে দেওয়া হল।
আরও পড়ুন: বিজেপির রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের, দু’পক্ষের মধ্যে হাতাহাতি
বারুইপুর জেলা পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি জানিয়েছেন, বারুইপুর পুলিশ জেলার প্রতিটি ট্রাফিক গার্ডকেই গরম থেকে সুস্থ রাখতে ওয়ারেশ নিয়মিত দেওয়া হবে বলে জানান তিনি। শরীর সুস্থ রেখে সকলে যাতে ডিউটি করতে পারে তাই এই পদক্ষেপ বলে জানিয়েছেন পুলিশ সুপার। তিনি জানিয়েছেন, এই তীব্ৰ তাপপ্রবাহের সময়ে প্রতিটি ট্রাফিক ইউনিটের জন্যই প্রতিদিন পানীয় জলেরও ব্যবস্থা করা হয়েছে। ওয়ারেশের ব্যবস্থাও থাকবে প্রতিটি ইউনিটের জন্যই। সমস্ত সিভিক ভলান্টিয়ার ও ট্রাফিক পুলিশের কর্মীরা যাতে সুস্থ ভাবে কাজ করতে পারে তাই এই ক্ষুদ্র প্রচেষ্টা বলেই মন্তব্য পলাশ বাবুর।
আরও খবর দেখুন