বোলপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে উপেক্ষা করে রাজ্যের একাধিক জায়গায় উচ্ছেদ অভিযান চলছে। এবার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গড়েই বোলপুর পুরসভার মাধ্যমে উচ্ছেদ অভিযান। মঙ্গলবার বীরভূমের বোলপুরে অনুব্রতর পাড়া নিচুপট্টিতে বুলডোজার অভিযান চলছে বোলপুর পুরসভার।
রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ উপেক্ষা করে বীরভূমের বোলপুর শহরজুড়ে পুরসভার তরফ থেকে বুলডোজার তাণ্ডব অব্যাহত রয়েছে। সরকারি জমির দখল করে বসে থাকা ব্যবসায়ীদের দোকান ঘর ভেঙে ফেলা হচ্ছে। নেতৃত্বে রয়েছে বোলপুর পুরসভার চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরা। খুব স্বাভাবিকভাবেই বীরভূমের বোলপুরে কেষ্টর গড়ে উচ্ছেদ অভিযানকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ক্ষোভে ফুঁসছে শহরবাসী। বিরাট পুলিশ বাহিনী নিয়ে উচ্ছেদ অভিযান চলছে।
আরও পড়ুন: জামিন পেলেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম
কয়েকদিন আগেই নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, একমাস সময় দেওয়া হোক হকারদের। তবে বুলডোজার এ রাজ্যের সংস্কৃতি নয় বলে জানিয়েছিলেন মমতা। তাই রাজ্য জুড়ে বেআইনি দখল মুক্ত বন্ধ রাখার নির্দেশ দেন তিনি। পাশাপাশি ওই একমাসে সমীক্ষা করে রিপোর্ট অনুযায়ী বেআইনি জায়গা দখলমুক্ত করা হবে। এর জন্য একটি কমিটিও গঠন করেন মুখ্যমন্ত্রী। কিন্তু তারপরেও একাধিক জায়গায় এখনও উচ্ছেদ অভিযান অব্যাহত। কার্যত মুখ্য়মন্ত্রীর নির্দেশের পরেও দখলমুক্ত করতে পুরসভা, পঞ্চায়েতের পক্ষ থেকে বুলডোজার চালানো হচ্ছে। এদিন খোদ বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি কেষ্টর গড়েও দেখা গেল একই চিত্র। স্বাভাবিকভাবে এই ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে জেলাজুড়ে।
দেখুন আরও অন্যান্য খবর: